তিনি খেতে ভালবাসেন। ভালবাসেন খাওয়াতেও। নতুন কোনও ফুড জয়েন্ট পেলেই তার হদিশ বন্ধুদের দিয়ে দেন চটজলদি। তিনি অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা। এ বার যুক্ত হতে চলেছেন ‘পেটুক’-এ।
‘পেটুক’ কী? বিষয়টি একটু খোলসা করে বলা যাক।
‘জানা এন্টারটেনমেন্ট’-এর উদ্যোগে শহরে আয়োজিত হতে চলেছে ফুড ফেস্টিভ্যাল ‘পেটুক’। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আয়োজিত হবে এই ফেস্টিভ্যাল। শুরু হবে কলকাতা দিয়েই। আগামী ২৬ থেকে ২৯ এপ্রিল টালা পার্কের সার্কাস ময়দানে বসবে এই আসর। আর সেখানেই আগামী ২৬ এপ্রিল উপস্থিত থাকবেন সায়ন্তনী। তাঁর সঙ্গে থাকার কথা অভিনেতা হিরণেরও।
সায়ন্তনীর কথায়, ‘‘ভাল খাবার চেখে দেখার দারুণ সুযোগ পেটুক। আমি খেতে এবং খাওয়াতে ভালবাসি। তাই এই উদ্যোগের সঙ্গে যুক্ত হতে পেরে ভাল লাগছে।’’