গৌরীর স্টোরে আমির খান। ছবি: গৌরী খানের টুইটার পেজের সৌজন্যে।
গৌরী খানের ‘ডিজাইন স্টোর’-এ অতিথি তালিকাটা দিন দিন দীর্ঘ হচ্ছে। শাহরুখ তো যাবেনই। সম্প্রতি গিয়েছিলেন নীতা অম্বানি, রণবীর কপূর, আলিয়া এবং হৃতিকও। এ বার সেখানে ‘পারফেকশন’-এর খোঁজে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট।
আরও পড়ুন, কৌন বনেগা ক্রোড়পতি ভক্তদের জন্য দুঃসংবাদ!
মনে আছে, চলতি বছর যখন আমির ও স্ত্রী কিরণ ডেঙ্গি আক্রান্ত হয়েছিলেন, তখন একটি অনুষ্ঠানে আমিরের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন শাহরুখ খান। আমির ও কিরণ ভিডিও বার্তায় শাহরুখকে তা নিয়ে ধন্যবাদও জানিয়েছিলেন।
আরও পড়ুন, ১৯ বছর পরও ‘কুছ কুছ হোতা হ্যায়’!
আসলে শাহরুখ ও আমির তো বহুদিনের পুরনো বন্ধু। অন-স্ক্রিন, অফ-স্ক্রিন— দুই ক্ষেত্রেই তাঁদের বন্ডিং বেশ ভাল। শাহরুখ-পত্নী গৌরীর সঙ্গেও আমিরের দারুণ সম্পর্ক।
সোমবার গৌরীর ইন্টিরিয়র ডিজাইনার স্টোর ‘গৌরী খান ডিজাইন’-এ গিয়েছিলেন আমির। ‘সিক্রেট সুপারস্টার’ আমির খান সেখানেগিয়ে কী করলেন জানেন? না, ‘পারফেকশন’ নিয়ে কোনও আলোচনা-সমালোচনা নয়, বরং গৌরীর ক্রিয়েশন দেখে আপ্লুত আমির। ভিডিও দেখুন।
⭐ _
A secret superstar ⭐ in the house .. #GauriKhanDesigns @aamir_khan pic.twitter.com/HcnxTl8w8B
— Gauri Khan (@gaurikhan) October 16, 2017
গৌরী ও আমির দু’জনেই সাক্ষাতের সেই ছবি টুইটারে শেয়ার করেছেন। গৌরী লিখেছেন ‘‘ কফি ক্যান্ডেল লাইট ও আমির খান’’। _ _ 😄
Seemingly effortless and gracious as always ... Coffee, candle lights and @aamir_khan at #GauriKhanDesigns pic.twitter.com/HrqbzcCddq
— Gauri Khan (@gaurikhan) October 16, 2017
গৌরী ও আমির দু’জনেই সাক্ষাতের সেই ছবি টুইটারে শেয়ার করেছেন। গৌরী লিখেছেন ‘‘ কফি ক্যান্ডেল লাইট ও আমির খান’’। _ _ 😄
আমিরের আগামী ছবি ‘সিক্রেট সুপারস্টার’ মুক্তি পাবে ১৯ অক্টোবর। প্রচারের ব্যস্ততার মাঝেই একটু সময় বের করে নিয়েছিলেন বন্ধু-পত্নীর শিল্পকীর্তি দেখার জন্য।
এ বার দেখার গৌরীর স্টোরে নতুন কোন অতিথির পালা?
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy