বয়স মাত্র ২৩। এর মধ্যেই হলিউডি গানের জগতে বেশ পরিচিত মুখ সেলেনা গোমেজ। র্যাপ মিউজিকের অনুপ্রেরণায় তাঁর আগামী অ্যালবাম তৈরি করেছেন গায়িকা। যদিও ‘ফিল গুড’ গান গাইতেই পছন্দ করেন তিনি। সেলেনার কথায়, ‘‘এ বার একদম অন্য রকম গান গেয়েছি আমি। সাধারণত এমন গান গাইতে ভাল লাগে, যা শুনে নাচতে পারবেন শ্রোতারা।’’
সেলেনা মনে করেন, মানুষের গান শোনার অভ্যেস এখন বদলে গিয়েছে। গান গাওয়ার সময় সে কথা মাথায় রাখেন তিনি। তাই তাঁর পারফরমেন্স পছন্দ করেন সব বয়সের শ্রেতারাই। তবে এ বার একটু অন্য স্বাদের গান গেয়েছেন তিনি। কারণ নিজেকে একজন ‘ভার্সেটাইল সিঙ্গার’ হিসাবেই প্রতিষ্ঠিত করতে চান সেলেনা।