Advertisement
২৬ এপ্রিল ২০২৪

সেক্সাহোলিক! কে ইনি?

‘সেক্সাহোলিক’৷ মাত্র তিরিশ মিনিটের ছবি। আর তাতেই যৌনতা নিয়ে সামাজিক ট্যাবু ভাঙতে চেয়েছেন পরিচালক শৈলেন্দ্র সিংহ। অনলাইনে তুমুল জনপ্রিয় ছবিটিতে এক নিমফোম্যানিয়াক চরিত্রে অভিনয় করেছেন সামা শিকন্দর৷

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৬ ১২:২৮
Share: Save:

‘সেক্সাহোলিক’৷ মাত্র তিরিশ মিনিটের ছবি। আর তাতেই যৌনতা নিয়ে সামাজিক ট্যাবু ভাঙতে চেয়েছেন পরিচালক শৈলেন্দ্র সিংহ। অনলাইনে তুমুল জনপ্রিয় ছবিটিতে এক নিমফোম্যানিয়াক চরিত্রে অভিনয় করেছেন সামা শিকন্দর৷ অনেকেই বলছেন, তাঁর সেক্স অ্যাপিল নাকি এতটাই বেশি যে তিনি পুনম পাণ্ডেকেও প্রতিযোগিতায় ফেলে দিতে পারেন!

যে সব মানুষের যৌনাকাঙ্খা অস্বাভাবিক বেশি তাঁদের নিমফোম্যানিয়াক বলা হয়৷ যৌনতা নিয়ে সামাজিক ছুৎমার্গের প্রতি এখানে আঙুল তুলেছেন পরিচালক। আর পর্দায় সেক্সাহোলিক হতে তুমুল ভাবে পর্ন দেখেছেন সামা। পর্ন ছবি দেখেই নাকি নিজের হোমওয়ার্ক সেরেছেন। এ তথ্য শেয়ার করেছেন খোদ সামা। নিজের ইমেজ ভেঙে এমন একটা সাহসী চরিত্রে অভিনয়কে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন তিনি।

আরও পড়ুন, পর্ন সিনেমায় নামতে প্রস্তুতি শুরু রাখি সবন্তের!

সোশ্যাল মিডিয়ায় ছবিটি নিয়ে এখন প্রবল সমালোচনা শুরু হয়েছে৷ সাহসী বিষয় যেমন আলোচনায় উঠে আসছে তেমনই কোনও কোনও মহল প্রশ্ন তুলেছেন সমাজে পুরুষদের দৃষ্টিভঙ্গি নিয়ে। অনেকেই মনে করছেন, এ ছবি আসলে পুরুষের চোখে দেখা এক নিমফোম্যানিয়াকের গল্প।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE