Advertisement
E-Paper

এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডসের জন্য মনোনীত শাবানা আজমি

সত্তরের দশকে হিন্দি সিনেমায় এক নতুন জোয়ার এসেছিল। কেউ তার নাম দিয়েছিল ‘নিউ ওয়েভ সিনেমা’, কেউ আবার সমান্তরালধর্মী সিনেমা। যাঁদের জন্য এই সময়ের সিনেমা চিরস্মরণীয়, শাবানা আজমি তাঁদেরই একজন। অসাধারণ অভিনয় সত্ত্বা দিয়ে দেশ বিদেশের সিনেমাপ্রেমীদের মনে ঠাঁই করে নিয়েছেন এই অভিনেত্রী।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০১৭ ১১:২১
নীরজা সিনেমার একটি দৃশ্যে শাবানা

নীরজা সিনেমার একটি দৃশ্যে শাবানা

সত্তরের দশকে হিন্দি সিনেমায় এক নতুন জোয়ার এসেছিল। কেউ তার নাম দিয়েছিল ‘নিউ ওয়েভ সিনেমা’, কেউ আবার সমান্তরালধর্মী সিনেমা। যাঁদের জন্য এই সময়ের সিনেমা চিরস্মরণীয়, শাবানা আজমি তাঁদেরই একজন। অসাধারণ অভিনয় সত্ত্বা দিয়ে দেশ বিদেশের সিনেমাপ্রেমীদের মনে ঠাঁই করে নিয়েছেন এই অভিনেত্রী। একের পর এক পুরস্কারে সম্মানীত হয়েছেন শাবানা। কিন্তু কখনও এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডসের জন্য মনোনীত হননি। এ বার সেই অপূর্ণ ইচ্ছাটাও পূরণের পথে। এশিয়া মহাদেশ থেকে মোট পাঁচ জন অভিনেতা-অভিনেত্রী এই সেরা অভিনেতা পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। শাবানা আজমি তাঁদের একজন। ‘নীরজা’ ছবিতে অভিনয়ের জন্য তিনি মনোনয়ন পেয়েছেন। এই বায়োপিকে এক গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছিল শাবানা আজমিকে।

‘নীরজা’ র একটি দৃশ্যে সোনম ও শাবানা

২০ বছরে পা দিতে চলেছে এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডস। গত তিন বছর ধরে ম্যাকাওতে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হচ্ছিল। এই বছর তা হবে হংকংয়ে। আগামী ২১ মার্চ সেরা অভিনেত্রী কে হচ্ছেন সেই খবরটি জানা যাবে। জানতে পারা যাবে প্রথমবার মনোনয়নেই শাবানা আজমি পুরস্কারটি পেলেন কি না?

‘নীরজা’ ছাড়াও মনোনয়নের তালিকায় প্রথমেই রয়েছে দক্ষিণ কোরিয়ান সিনেমা ‘দ্য হ্যান্ডমেইডেন’। কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হওয়ার পর এই সিনেমার ঝুলিতে মোট ৬টি মনোনয়ন। এছাড়াও সে দেশের ‘ট্রেন টু বুসান’ এবং চিনের ‘আই অ্যাম নট ম্যাডাম বোভারি’ র সংগ্রহে রয়েছে পাঁচটি করে মনোনয়ন।

১২ টি দেশ থেকে বেছে নেওয়া মোট ৩৪টি সিনেমাকে ১৫ টি বিভাগে ভাগ করা হয়েছে। সেরা সিনেমার দৌড়ে রয়েছে দক্ষিণ কোরিয়ার ‘দ্য ওয়েলিং’, ‘দ্য ওয়েজ অব স্যাডোজ’, জাপানের ‘হারমোনিয়াম’, তাইওয়ানের ‘গডস্পিড’ এবং চিনের ‘আই অ্যাম নট ম্যাডাম বোভারি’। শাবানা আজমির ঝুলিতে ‘নীরজা’ তে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জোটে কিনা সেটাই এখন দেখার।

আরও পড়ুন- সলমনের ফিল্মে নয়া অবতারে শাহরুখ

Shabana Azmi Neerja Asian Films Award 2017
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy