২৫ বছর নেহাত কম সময় নয়। ঠিক এতটা সময় ধরে একই ইন্ডাস্ট্রিতে কাজ করছেন শাহরুখ খান এবং আমির খান। কিন্তু এতদিনে কখনও এক ফ্রেমে পাওয়া যায়নি এই দুই তারকাকে। অর্থাত্ কোনওদিনই পাশাপাশি দাঁড়িয়ে ছবি তোলেননি তাঁরা। বিভিন্ন অনুষ্ঠানে বা পার্টিতে দেখা হয়েছে। কিন্তু কোনও না কোনও কারণে একসঙ্গে ছবি তোলা হয়নি। সেই ঘটনাই সত্যি হল এ বার। সম্প্রতি দুবাইতে উদ্যোগপতি অজয় বিজলির জন্মদিনের পার্টিতে হাজির ছিলেন তাঁরা। সেখানেই ফ্রেমবন্দি হলেন দু’জনে।
আরও পড়ুন, মার্কিন মুলুকে বসে লক্ষ্মী পুজো করলেন মিলি!
এই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন খোদ কিঙ্গ খান। পাশাপাশি তিনি টুইট করেন, ‘আমরা একে অপরকে ২৫ বছর ধরে চিনি। কিন্তু এই প্রথম একসঙ্গে ছবি তুললাম। খুব ভাল কাটল রাতটা।’
বিটাউনের একটা অংশের মতে এটা হঠাত্ পাওয়া একটা সুন্দর মুহূর্ত। আবার অন্য একটা অংশের প্রশ্ন এ বার কি একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন দুই খান? এই ছবি কি তারই ইঙ্গিত?
Known each other for 25 years and this is the first picture we have taken together of ourselves. Was a fun night. pic.twitter.com/7aYKOFll1a
— Shah Rukh Khan (@iamsrk) February 10, 2017
বিটাউনের একটা অংশের মতে এটা হঠাত্ পাওয়া একটা সুন্দর মুহূর্ত। আবার অন্য একটা অংশের প্রশ্ন এ বার কি একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন দুই খান? এই ছবি কি তারই ইঙ্গিত?