দিন কয়েক আগেই শোনা গিয়েছিল, শুটিং সেটে গুরুতর জখম হয়েছেন শাহরুখ খান। মেয়ে সুহানা খানের সঙ্গে নিজের আসন্ন ছবি ‘কিং’-এর শুটিংয়েই এই বিপত্তি বলে জানা গিয়েছিল। গত বেশ কয়েক মাস ধরেই দফায় দফায় লন্ডনে শুটিং চলছে। এর মাঝেই শোনা যায়, পেশিতে চোট পেয়েছেন অভিনেতা। মাঝপথে শুটিং বন্ধ করে চলে যেতে হয়েছে আমেরিকায়, চিকিৎসার জন্য।
আরও পড়ুন:
যদিও পরে এই খবরকে ভুয়ো বলে দাবি করেন কেউ কেউ। গত কয়েক দিনে শাহরুখকে দেখা যায়নি কোথাও। তবে, শুক্রবার বিশেষ পুরস্কার ঘোষণার পরই প্রকাশ্যে এলেন শাহরুখ। পরনে কালো টি-শার্ট ও ডেনিম প্যান্ট। মাথায় কালো টুপি। কৃতজ্ঞতা স্বীকার করলেন শাহরুখ। সেই ভিডিয়োয় দেখা গেল অভিনেতার ব্যান্ডেজ বাঁধা হাত।
স্বাভাবিক ভাবেই সকলের মনে কৌতুহল জাগে, তবে কি সত্যি গুরুতর কোনও চোট পেয়েছেন অভিনেতা? তবে শাহরুখ দুশ্চিন্তা করতে বারণ করেছেন অনুরাগীদের। তিনি বলেন, ‘‘আমি দু’বাহু বাড়িয়ে সকলকে কৃতজ্ঞতা ও ভালবাসা জানাতে চাই। কিন্তু আপাতত সেটা করতে পারছি না। চিন্তা করবেন না। শুধু পপকর্ন-সহ তৈরি থাকবেন। খুব শীঘ্রই প্রেক্ষাগৃহে আমাদের দেখা হবে।’’
সূত্রের খবর, কয়েক সপ্তাহ আগে মুম্বইয়ের গোল্ডেন টোবাকো স্টুডিয়োয় অভিনেতা একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করছিলেন। সেখানেই স্টান্ট করার সময় চোট পান। আপাতত ক’দিন বন্ধ রয়েছে ‘কিং’ ছবির শুটিং। অভিনেতা সম্পূর্ণ সুস্থ হয়ে জোরকদমে সেরে ফেলবেন বাকি কাজ।