ফাদারস ডে-র বাকি রয়েছে বেশ কিছু মাস। কিন্তু বাবা শাহরুখকে আগাম উপহার দিয়ে দিল আব্রাম খান। জিতল রুপো এবং ব্রোঞ্জ মেডেল। গর্বিত বাবা ছেলের সাফল্যে এতটাই উচ্ছ্বসিত মেডেল, শংসাপত্র সহ ছেলের ছবি শেয়ার করে লিখে ফেললেন আস্ত একটা পোস্ট।
স্কুলে ‘স্পোর্টস মিট’ ছিল। আর সেখানেই দৌড় প্রতিযোগিতায় অংশ নেয় আব্রাম। সোনা না জিতলেও আব্রাম ঘরে এনেছে রুপো এবং ব্রোঞ্জ মেডেল। সেই ছবি শেয়ার করে বাবা শাহরুখ লিখেছেন, “আমার ছোট্ট সোনা, রুপো আর ব্রোঞ্জ নিয়ে এসেছে আজ”।
কিং খানের ওই পোস্টে এসেছে হাজার হাজার কমেন্ট, লাইক। ছোট্ট আব্রামকে শুভেচ্ছা জানিয়েছেন ফ্যানেরাও।
আরও পড়ুন-পঁচাত্তরের বর, ঊনপঞ্চাশের কনে, ‘নয়া’ ঘর বাঁধলেন দীপঙ্কর-দোলন
২০১৩ সালে সারোগেসির মাধ্যমে জন্ম হয় আব্রামের। আরিয়ান এবং সুহানার জন্মের অনেক বছর পর তৃতীয় সন্তানের জন্য চেষ্টা করলে শাহরুখ পত্নী গৌরী খানের শারীরিক সমস্যা দেখা দেয়। তখনই সারোগেসির সিদ্ধান্ত নেন গৌরী-শাহরুখ। জন্মের পর থেকেই ‘টক অব দ্য টাউন’ আব্রাম। বাবার সঙ্গে তার ‘কিউট ক্যানডিড মোমেন্ট’ মাঝে মাঝেই সোশ্যাল সাইটের ট্রেন্ডিং লিস্টে চলে আসে।
আরও পড়ুন-বিলাসবহুল হোটেলের ‘হাই প্রোফাইল’ মধুচক্র থেকে উদ্ধার তিন অভিনেত্রী
দেখুন শাহরুখের পোস্ট
Day at the Races...My little ‘Gold Medal’ with his Silver and Bronze wins at the races today!! pic.twitter.com/1k9NqjB65J
— Shah Rukh Khan (@iamsrk) January 17, 2020