গুরুতর জখম শাহরুখ খান। মেয়ে সুহানা খানের সঙ্গে নিজের আসন্ন ছবি ‘কিং’-এর শুটিংয়ে ব্যস্ত ছিলেন বলিউডের বাদশাহ। গত বেশ কয়েক মাস ধরেই দফায় দফায় লন্ডনে শুটিং চলছে। এর মাঝেই খবর, পেশিতে চোট পেয়েছেন অভিনেতা। পরিস্থিতি এমনই যে মাঝপথে বন্ধ করে দিতে হয়েছে শুটিং। চিকিৎসার জন্য তড়িঘড়ি আমেরিকা নিয়ে যাওয়া হচ্ছে শাহরুখকে।
সূত্রের খবর মুম্বইয়ের গোল্ডেন টোবাকো স্টুডিয়োয় অভিনেতা একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করছিলেন। সেখানেই স্টান্ট করার সময় চোট পান। এ খবর পেয়ে শনিবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বেগ প্রকাশ করে শাহরুখের দ্রুত আরোগ্য কামনা করেন। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, “শুটিং চলা কালে আমার ভাই শাহরুখ খানের পেশীতে আঘাত লেগেছে, এ খবর আমাকে উদ্বিগ্ন। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।”
তবে শাহরুখ শরীরের কোথায়, কতটা আঘাত পেয়েছেন, তা প্রকাশ্যে আনা হয়নি। শাহরুখের সহযোগী দলের তরফ থেকেও এ বিষয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি এখনও। যদিও কানাঘুষো, আঘাত খুব গুরুতর নয়। গত কয়েক বছর ধরেই পেশির যন্ত্রণায় ভুগছেন অভিনেতা। মনে করা হচ্ছে সে কারণেই অ্যাকশন দৃশ্যে অভিনয় করার সময় বেকায়দায় চোট পেয়েছেন। কিন্তু আঘাত যাতে গুরুতর হয়ে না ওঠে, সে কারণে আমেরিকায় নিয়ে যাওয়া হচ্ছে। চিকিৎসা হবে সেখানেই।
শাহরুখের জন্য চিন্তিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অনেকেই বলছেন, আগামী এক মাস সময় নিতে পারেন শাহরুখ, সম্পূর্ণ সুস্থ হতে। তার পর পুরোদমে কাজ করতে পারবেন। ‘কিং’ ছবির পরবর্তী শুটিং তাই শুরু হবে সেপ্টেম্বর অথবা নভেম্বর মাস থেকে।