Advertisement
E-Paper

‘ধুম ৪’-এর ভিলেন শাহরুখ?

এই সিরিজের একটা বিশেষত্ব হল ছবির খলনায়কই গল্পের আসল নায়ক। বলিউডের একটি সুপার ফার্স্ট এবং অবশ্যই সফল অ্যাকশন থ্রিলারের নাম ‘ধুম’। ২০০৪ সালে মুক্তি পাওয়া এই ছবিটি এতটাই জনপ্রিয়তা পায় যে এর পর আরও দু’টি ‘ধুম ২’ আর ‘ধুম ৩’ তৈরি করে যশরাজ ব্যানার। সিরিজের প্রত্যেকটি ছবিই হিট।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০১৬ ১৯:৫৩

এই সিরিজের একটা বিশেষত্ব হল ছবির খলনায়কই গল্পের আসল নায়ক। বলিউডের একটি সুপার ফার্স্ট এবং অবশ্যই সফল অ্যাকশন থ্রিলারের নাম ‘ধুম’। ২০০৪ সালে মুক্তি পাওয়া এই ছবিটি এতটাই জনপ্রিয়তা পায় যে এর পর আরও দু’টি ‘ধুম ২’ আর ‘ধুম ৩’ তৈরি করে যশরাজ ব্যানার। সিরিজের প্রত্যেকটি ছবিই হিট। বিশেষ করে ‘ধুম ২’ আর এ ছবির ভিলেন চরিত্রে হৃত্বিক রোশন— ব্যাপক জনপ্রিয়তা পায়। বেশ কিছুদিন আগেই ছবির সাফল্য এবং জনপ্রিয়তার কথা মাথায় রেখে এই সিরিজের চার নম্বর ছবি তৈরির সিদ্ধান্ত নিয়েছে যশরাজ ব্যানার। আর সবচেয়ে আগে এই ছবির ‘আসল’ চরিত্র অর্থাত্ ভিলেন চরিত্র বাছাটাই অত্যন্ত জরুরি কাজ। মাস খানেক আগেও শোনা যাচ্ছিল এই ছবির নেগেটিভ চরিত্রে দেখা যাবে তেলুগু সুপারস্টার প্রভাসকে। অর্থাত্ এই ছবির মূল আকর্ষণ ‘বাহুবলী’। এর কিছুদিন পর বি-টাউনে আর একটা জল্পনা শুরু হয়। শোনা যায়, ‘ধুম ৪’-এর নেগেটিভ চরিত্রে নাকি সলমন খানকে চাইছে যশরাজ ব্যানার। কিন্তু বি-টাউনের এই দু’টি জল্পনা এখন চাপা পড়েছে নতুন একটা মিডিয়া রিপোর্টে। সম্প্রতি প্রকাশিত ওই রিপোর্টে বলা হয়েছে, প্রভাস বা সলমন নন, ‘ধুম ৪’-এর নেগেটিভ চরিত্রে দেখা যাবে সম্ভবত শাহরুখ খানকে। ওই খবরে দাবি করা হয়েছে, ছবির মুখ্য প্রযোজক আদিত্য চোপড়া নাকি ইতিমধ্যেই কথা সেরে ফেলেছেন শাহরুখের সঙ্গে। খবরের আরও দাবি, এই ছবির ভিলেন চরিত্রে অভিনয় করার জন্য শাহরুখ একরকম রাজি হয়ে গিয়েছেন। এখন তাঁর ডেট এবং পারিশ্রমিক নিয়ে কথাবার্তা চলছে।

বলিউডে রোম্যান্সের বাদশা হিসেবে অদ্বিতীয় হলেও নেগেটিভ চরিত্রে যতবার তিনি অবতীর্ণ হয়েছেন, ততবারই ‘ম্যাজিক’ করে দেখিয়েছেন তিনি। ‘বাজিগর’, ‘ডর’, ‘ডন’ এবং মাস খানেক আগে মুক্তি পাওয়া ‘ফ্যান’ ছবিতে তাঁর নেগেটিভ চরিত্রে অভিনয় স্তম্ভিত করেছে দেশ-বিদেশের অসংখ্য দর্শককে। তাই ‘ধুম ৪’-এ নেগেটিভ চরিত্রে শাহরুখের মতো শক্তিশালি অভিনেতা এবং অবশ্যই এতো বড় মাপের একজন স্টারকে পাওয়াটা একটা বড় অ্যাডভান্টেজ হতে পারে বলে মনে করছেন অনেকেই।

এই খবর সত্যি কী না তা বলা এখনই সম্ভব নয়। কারণ এ বিষয়ে যশরাজ ব্যানার বা শাহরুখের কোনও বিবৃতি এখনও পাওয়া যায়নি। তার জন্য বোধহয় আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে আমাদের!

আরও পড়ুন...
দিনে ১৬ ঘণ্টা ওয়ার্ক-আউট করছেন প্রভাস!

Shah Rukh Khan Dhoom 4 Villain role
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy