Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২৯ নভেম্বর ২০২১ ই-পেপার

‘সলমন, আমির, অক্ষয়রা অভিনয় করে যাচ্ছেন আর আপনি অজুহাত দেখিয়ে যাচ্ছেন’, খোঁচায় কড়া জবাব শাহরুখের

নিজস্ব প্রতিবেদন
মুম্বই ২১ এপ্রিল ২০২০ ১৩:১৫
শাহরুখ খান।

শাহরুখ খান।

শাহরুখের নতুন ছবি মুক্তি পায়নি প্রায় দু’বছর হতে চলল। কেন নতুন ছবি করছেন না— সে প্রশ্ন বারেবারেই এড়িয়ে গিয়েছেন তিনি। প্রতি বারই বলেছেন,'সবুরে মেওয়া ফলে’। এ বার সেই প্রসঙ্গ টেনে এনেই টুইটারে তাঁকে বিঁধলেন এক ভক্ত। জবাবে শাহরুখও নরমে-গরমে যোগ্য জবাব দিলেন সেই ব্যক্তিকে।

অক্ষয়-আমির এবং সলমনের প্রসঙ্গ টেনে এনে টুইটার লাইভ চ্যাট সেশনে সেই ব্যক্তি শাহরুখকে লেখেন, “আমিরের 'লাল সিং চাড্ডা' মুক্তি পেতে চলেছে, সলমনের ‘রাধে’-র মুক্তিরও বিশেষ দেরি নেই। অক্ষয়ের হাতেও রয়েছে এক গুচ্ছ ছবি। আর আপনি খালি ‘বাহানা’-ই দিয়ে যাচ্ছেন? কেন এসআরকে, কেন?”

রেগে যেতে পারতেন কিং খান। ইচ্ছা করলেই ব্লক করতে পারতেন সেই টুইটার ব্যবহারকারীকে। কিন্তু সে পথে না হেঁটে নরমে-গরমে বুঝিয়ে দিলেন তিনি ‘কিং খান ফর আ রিজন’।

Advertisement

আরও পড়ুন- দুঃস্থ শিল্পী এবং ‘টি-বয়’দের সাহায্যে এগিয়ে এল আর্টিস্ট ফোরাম, পাশে সৌরভও

ওই টুইটের জবাবে শাহরুখ লেখেন, “ইয়ার, এই 'পহলে আপ, পহলে আপ'-এর চক্করেই শেষ হয়ে যাচ্ছি। কী আর করব বলুন?”

দেখুন টুইট


আমির খানের ‘লাল সিং চাড্ডা’ ছবি মুক্তির জন্য নিজের ‘বচ্চন পাণ্ডে’ ছবি মুক্তির দিন পিছিয়ে দিয়েছেন অক্ষয়। ও দিকে আবার শোনা যাচ্ছে, করোনার জন্য অক্ষয়ের আর এক ছবি ‘সূর্যবংশী’ পিছিয়ে যাওয়ায় নাকি সলমনের ‘রাধে’-র সঙ্গে একই দিনে মুক্তি পেতে চলেছে ‘সূর্যবংশী’ । সব মিলিয়ে শাহরুখের ‘পহলে আপ’ কনসেপ্ট একেবারে মিলে যায়। হালকা করে কি সেই সব স্টারদেরই খোঁচা দিলেন কিং খান?

আরও পড়ুন- রাজের পরিচালনায় টলিউডের গানের বার্তা, সঙ্গে বড় চমক মমতার

শাহরুখের শেষ ছবি ‘জিরো’ হাই-মাল্টিকাস্টিং হওয়া সত্ত্বেও বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। ফ্যানরা হতাশ হয়েছিলেন। ‘জিরো’-র কনসেপ্ট আলাদা হলেও তা ফ্যানেদের মনে দাগ কাটতে না পারায় আপাতত কিছু দিনের জন্য ব্রেক নিয়েছেন এসআরকে।

কবে আবার নিজের চিরাচরিত ক্যরিশ্মায় ভাসাবেন ফ্যানেদের? অপেক্ষায় অনুরাগীরা...

আরও পড়ুন

Advertisement