প্রতি বছর রাখি এলেই অপেক্ষা করেন শাহরুখ খান। অপেক্ষা করেন বিশেষ এক দিদির জন্য। তিনি হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিশেষ দিনে দিদির বার্তার জন্য নাকি অপেক্ষা করেন কিঙ্গ খান!
আরও পড়ুন, নেপোটিজমকে ‘নেপোলিয়ান’ ভাবলেন শাহরুখ?
শাহরুখ সংবাদসংস্থাকে বলেছেন, ‘‘প্রত্যেক বছর খুব গুরুত্বপূর্ণ একটা উইশের জন্য আমি অপেক্ষা করি। রাখির দিনে দিদির উইশ। সারা দিন ওই ফোনটার জন্য অপেক্ষা করি।’’
আরও পড়ুন, ‘ওহ শাহরুখ!’ নেশায় চুর মেয়ের আর্তনাদ
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শাহরুখের সম্পর্ক বেশ কয়েক বছরের। আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের মালিক হিসেবে তিনি দেখা করেছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। ২০১২ থেকে তিনি রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডার। ২০১৪-তে মমতা একটি অনুষ্ঠানে শাহরুখকে ভাই বলে সম্বোধন করেন। সেই অনুষ্ঠানে নায়কের হাতে রাখিও বেঁধে দেন মমতা। তার পর থেকে প্রতি বছর মুখ্যমন্ত্রী নাকি শাহরুখকে এই বিশেষ দিনে শুভেচ্ছা বার্তা পাঠান। সেই ব্যক্তিগত অনুভূতিই এ বার অনুরাগীদের সঙ্গেও শেয়ার করে নিলেন বলি বাদশা।