তিনি শাহরুখ খানের স্ত্রী, এটাই যেন তাঁর একমাত্র পরিচয় হয়ে উঠছিল। এমন সময়, নিজের আলাদা পরিচিতি তৈরির সিদ্ধান্ত নেন গৌরী খান। অভিনয় নয়, বরং অন্দরসজ্জাকে পেশা হিসাবে বেছে নেন। একাধিক তারকার গৃহসজ্জার কাজ করেছেন গৌরী। তাঁর কাজের প্রশংসা করেছেন অনেকেই। কিন্তু, সাধারণের মানুষের নাগালে কি রয়েছে তাঁর ‘রুচি বোধ’?
আরও পড়ুন:
এই মুহূর্তে বলিউড তারকা ক্যাটরিনা কইফ, অনন্যা পাণ্ডের বাড়ি থেকে অম্বানীদের অ্যান্টিলা— সবতেই রয়েছে গৌরীর হাতের ছোঁয়া। এর জন্য মোটা টাকা পারিশ্রমিকও নেন তিনি। শুধু পরামর্শ দেওয়ার জন্যই নেন ৬ লক্ষ। সূত্রের খবর, কারও বাড়ির অন্দরসজ্জা করতে গৌরীর পারিশ্রমিক ৬০ লক্ষ থেকে ৫ কোটি। যদি ভিলা বা বাংলো হয়, তা হলে টাকার অঙ্ক আরও বাড়ে। সেই ক্ষেত্রে পারিশ্রমিক পৌঁছতে পারে ১০ কোটির ঘরে। গৌরী আসবাবপত্রও বিক্রি করেন। সেগুলোর দাম মোটামুটি ৫ লক্ষ থেকে শুরু। এছাড়া বিভিন্ন অফিসের অন্দরসজ্জা করেন গৌরী। সেক্ষেত্রে পারিশ্রমিকের খানিক বদল হয়।
এক সাক্ষাৎকারে গৌরী বলেন, ‘‘আমি খুব ভাল কাজ করতে চাই। হয়তো বিশ্বখ্যাত ‘ইন্টিরিয়র ডিজ়াইনার’ হতে পারব না। তবে জীবনে নতুন কিছু করার কোনও বয়স নেই। আমি আমার লক্ষ্যে চলছি। সেই লক্ষ্য রোজ পূরণ হচ্ছে। আমার সাজানো সব কিছু যখন স্পর্শ করি, এক জন মহিলা হয়ে গর্ব অনুভব করি।’’ স্ত্রীর সাফল্যে যে শাহরুখও খুশি, জানিয়েছেন সেই কথাও।