Advertisement
E-Paper

শাহরুখকে স্পর্শ করার প্রস্তাব! লাজে রাঙা হয়ে বাদশা কাকে বললেন, ‘আমার লজ্জা করছে’?

পর্দায় হোক বা পর্দার বাইরে, তাঁর ব্যক্তিত্বে মুগ্ধ ভক্তেরা। তাই রোজ ‘মন্নত’-এর বাইরে ভিড় জমান তাঁরা। যদি এক ঝলক দেখা যায় প্রিয় তারকাকে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৫ ১৯:০৪
Shah Rukh Khan’s epic reply to a fan is gaining attention on social media

লজ্জা পেলেন শাহরুখ। ছবি: সংগৃহীত।

শাহরুখ খানকে চাক্ষুষ করতে মুখিয়ে থাকেন তাঁর অনুরাগীরা। প্রজন্মের পর প্রজন্ম তাঁর থেকে প্রেমের ভাষা শিখেছে। পর্দায় হোক বা পর্দার বাইরে, তাঁর ব্যক্তিত্বে মুগ্ধ ভক্তেরা। তাই রোজ ‘মন্নত’-এর বাইরে ভিড় জমান তাঁরা। যদি এক ঝলক দেখা যায় প্রিয় তারকাকে। আর চোখের সামনে দেখা গেলে যদি এক বার তাঁকে স্পর্শ করে দেখা যায়! আবিশ্ব এমন বহু অনুরাগী রয়েছেন শাহরুখের।

এমনই এক অনুরাগীর পাল্লায় পড়লেন শাহরুখ। যদিও পরিস্থিতি সামাল দিতে তিনি বরাবরই সিদ্ধহস্ত। এক আলোচনাসভায় গিয়েছিলেন বাদশা। উচ্ছ্বসিত অনুরাগীদের থেকে আসে নানা রকমের মন্তব্য। এক অনুরাগী চেঁচিয়ে বলতে থাকেন, “শাহরুখ, তোমাকে ভালবাসি।” উত্তরে শাহরুখ বলেন, “আমিও তোমাকে ভালবাসি। অনুষ্ঠানটা হয়ে গেলে আমরা বিয়ে করতে পারি।” তার পরেই ভিড়ের মাঝে ভেসে আসে আর এক অনুরাগীর উত্তেজিত কণ্ঠ। তিনি বলেন, “শাহরুখ, তোমাকে স্পর্শ করতে চাই।” কথা ঠিক কানে পৌঁছে যায় শাহরুখের।

রসিকতা করতে ওস্তাদ শাহরুখ। চেনা মেজাজেই উত্তর দেন, “আরে, জনসমক্ষে এই ভাবে কেউ বলে, ‘আমি তোমাকে ছুঁতে চাই, আমি তোমাকে ছুঁতে চাই।’ আমারও তো লজ্জা করে। এই ভাবে সবার সামনে এ সব কেউ বলে!” সেই মুহূর্তের ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল। শাহরুখের এই উত্তর শুনে আরও এক বার মুগ্ধ তাঁর অনুরাগীরা।

এই মুহূর্তে শাহরুখ ব্যস্ত তাঁর পরবর্তী ছবি ‘কিং’ নিয়ে। আনন্দ এল রাইয়ের পরিচালনায় এই ছবিতে অভিনয় করছেন সুহানা খানও। এই ছবির মাধ্যমেই বড় পর্দায় শাহরুখ কন্যার অভিষেক।

Shah Rukh Khan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy