Advertisement
E-Paper

হাফটাইমের আগেই হেরে গেল ‘পাঠান’, বিপুল টাকা কামিয়ে ‘জওয়ান’ বুঝিয়ে দিল, আরও ‘খেলা হবে’

গত ৭ সেপ্টেম্বর বিশ্ব জুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘জওয়ান’। তার পরে কেটেছে ১৮ দিন। মাত্র ১৮ দিনেই ‘পাঠান’-এর নজির ভেঙে ফেলল চলতি বছরে শাহরুখ খানের দ্বিতীয় ছবি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৩ ১৬:১৭
Shah Rukh Khan in Pathaan and Jawan.

(বাঁ দিকে) ‘পাঠান’-এ শাহরুখ খান। ‘জওয়ান’-এ শাহরুখ খান (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

চলতি বছরে প্রায় অপ্রতিরোধ্য শাহরুখ খান। বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছেন বলিউডের বাদশা। বছরের প্রথমে ‘পাঠান’-এর মুক্তির পর সেই ঝড়ের স্বাদ পেয়েছিল দুনিয়াজোড়া বক্স অফিস। বছরের শেষ দিকে এসেও সেই ধারায় কোনও ব্যতিক্রম নেই। বরং ‘জওয়ান’-এর মুক্তির পরে প্রাবল্য আরও বেড়েছে সেই ঝড়ের। গত ৭ সেপ্টেম্বর বিশ্ব জুড়ে বক্স অফিসে মুক্তি পেয়েছে অ্যাটলি পরিচালিত ও শাহরুখ খান অভিনীত এই ছবি। মুক্তির দিন কয়েকের মধ্যেই বোঝা গিয়েছিল, বক্স অফিস ব্যবসার নিরিখে ‘পাঠান’কে অনায়াসে টেক্কা দিয়ে দেবে ‘জওয়ান’। যেমন ভাবনা, তেমনই ফল! প্রেক্ষাগৃহে চলাকালীন মোট ৫৪৩ কোটি টাকা উপার্জন করেছিল ‘পাঠান’। সেখানে, মাত্র ১৮ দিনের মাথায় সেই অঙ্ক ছাড়িয়ে গেল ‘জওয়ান’। তৃতীয় সপ্তাহান্তের শেষে ‘জওয়ান’-এর ঝুলিতে মোট উপার্জন ৫৪৬ কোটি টাকা।

ইংরেজি ভাষায় একটা প্রবাদ আছে, ‘মর্নিং শোজ় দ্য ডে’। তার বাংলা তর্জমা করলে দাঁড়ায়— সকাল দেখেই বোঝা যায়, সারা দিনটা কেমন কাটবে। নিজের ক্ষেত্রে এই প্রবাদকে অক্ষরে অক্ষরে সত্যি প্রমাণ করেছেন শাহরুখ। বাদশা বছর শুরু করেছিলেন ‘পাঠান’-এর মতো ব্লকবাস্টার ছবি দিয়ে। বিশ্ব জুড়ে বক্স অফিসে প্রায় ১১০০ কোটির ব্যবসা করেছিল যশরাজ ফিল্মস প্রযোজিত ওই ছবি। তার প্রায় আট মাস পরে নিজের প্রথম প্যান ইন্ডিয়ান ছবি নিয়ে প্রেক্ষাগৃহে ফিরেছেন শাহরুখ। প্রথম দিনেই প্রায় ৭৫ কোটি টাকার ব্যবসা করেছিল ‘জওয়ান’। মুক্তির তিন দিনের মাথায় দেশের বক্স অফিসে ১৬৬ কোটি টাকার বেশি রোজগার করেছিল সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’। এ দিকে তৃতীয় দিনের মাথাতেই ২০০ কোটির ক্লাবে নিজের জায়গা করে ফেলেছিল ‘জওয়ান’। তিন দিনের মাথায় শুধু মাত্র দেশেই ‘জওয়ান’-এর ঝুলিতে এসেছিল মোট ২০২ কোটি টাকা, যা ‘পাঠান’-এর থেকে প্রায় ৪০ কোটি বেশি।

মুক্তির পর থেকেই ‘পাঠান’কে টেক্কা দেওয়ার এই ধারা বজায় রেখেছে ‘জওয়ান’। ১৮ দিনের মাথায় ‘পাঠান’-এর ‘লাইফটাইম’ উপার্জনকেই ছাড়িয়ে গেল চলতি বছরে শাহরুখের দ্বিতীয় ছবি। অন্য দিকে, দুনিয়াজোড়া বক্স অফিসেও ১০০০ কোটি ছুঁইছুঁই ‘জওয়ান’-এর। বিশ্ব জুড়ে বক্স অফিস ব্যবসার নিরিখেও যে ‘পাঠান’কে খুব শীঘ্রই ছাড়িয়ে যাবে জওয়ান, তা নিঃসন্দেহে বলা যায়।

Jawan Pathaan Shah Rukh Khan Atlee Yash Raj Films YRF Deepika Padukone
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy