Advertisement
১৩ ফেব্রুয়ারি ২০২৫
Mira Kapoor

করিনার সঙ্গে স্বামীকে পর্দায় প্রায়ই দেখেন মীরা, কী প্রতিক্রিয়া হয় তখন শাহিদ-পত্নীর?

প্রায়ই ‘জব উই মেট’ দেখেন মীরা। দেখলেই শাহিদের প্রতি যে অভিযোগটা করেন সেটা খোলসা করলেন অভিনেতা।

shahid kapoor wife mira rajput watch jab we met frequently also she had complaints

(বাঁ দিকে) শাহিদ কপূর ও করিনা কপূর খান, মীরা রাজপুত (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:১৮
Share: Save:

২০০৭ সালে মুক্তি পায় ইমতিয়াজ় আলি পরিচালিত ছবি ‘জব উই মেট’। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন শাহিদ কপূর ও করিনা কপূর খান। যদিও এ ছবি করার সময়ই প্রেম ভাঙে শাহিদ-করিনার। তবে বড় পর্দায় ঘুণাক্ষরেও তার প্রভাব পড়তে দেননি তাঁরা। তার পর জীবন বাঁক নিয়েছে যে পথে, তাতে নবাবের বেগম হয়েছেন বেবো। অন্য দিকে, মীরা রাজপুতকে নিয়ে সংসার পেতেছেন শাহিদও। দু’টি করে সন্তানের বাবা-মা তাঁরা। তবে প্রায়ই নাকি স্বামীর সঙ্গে তাঁর প্রাক্তনের অভিনয় করা এখনও পর্যন্ত শেষ ছবিটি দেখেন মীরা। দেখলেই শাহিদের প্রতি যে অভিযোগটা করেন সেটা খোলসা করলেন অভিনেতা নিজেই।

এক দিকে বিত্তবান শিল্পপতির ছেলে আদিত্য কাশ্যপ। অন্য দিকে, প্রাণোচ্ছল গীত। দু’জনের চরিত্রে একেবারে দুই প্রান্তের। সেই বিপরীতধর্মী চরিত্রই কাছে এনেছিল তাঁদের। আদিত্য ও গীতের প্রেম মন ছুঁয়েছিল তথাকথিত ‘মিলেনিয়াল’ দর্শকের। ছবির চিত্রনাট্য থেকে সঙ্গীত সবই মন কেড়েছিল দর্শকের। তবে শুধু সাধারণ দর্শক নয় প্রায়ই দুই ছেলেমেয়েকে নিয়ে এই ছবিটি দেখেন মীরা। দেখলেই শাহিদকে বলেন, “তুমি ব্যক্তিগত জীবন যদি আদিত্যর মতো ৫ শতাংশ হতে।” আসলে আদিত্যর চরিত্রটাই ভীষণ প্রিয় মীরার। যদিও শাহিদ পাল্টা এমন উত্তর দেন তাতেই থেমে যান মীরা। অভিনেতা বলেন, “মীরা এই অভিযোগ করলেই আমি বলি, ভাগ্য ভাল যে আমি কবীর সিংহের মতো ৫ শতাংশও নই।” তারকা সন্তান হওয়ার সুবাদে সর্বক্ষণ প্রচারের আলোয় থাকে শাহিদের সন্তানরা। যদিও তারকা হওয়া সত্ত্বেও সিনেমা দেখার অনুমতি নেই জ়ায়েন-মিশার। তবে মীরা জানান, শাহিদের এই একটি ছবি পারিবারিক। যেখানে মারামারি, হিংসা নেই। সেই কারণে দুই সন্তানকে নিয়ে নিশ্চিন্তে দেখা যায় এই ছবি। দুই খুদেও বেশ মজা পেয়েছে বলে জানান শাহিদ-পত্নী।

অন্য বিষয়গুলি:

Mira Kapoor Shahid Kapoor Kareena Kapoor Khan Jab We Met Imtiaz Ali
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy