‘পঠান’-এর পরে ‘জওয়ান’। ভূস্বর্গের একমাত্র মাল্টিপ্লেক্সে ফের ছক্কা শাহরুখ খান ও তাঁর দলবলের।
কাশ্মীরের একমাত্র মাল্টিপ্লেক্সে তিনটি স্ক্রিন রয়েছে। সব মিলিয়ে আসন ৫২৩টি। তিনটিতেই শাহরুখের নতুন ছবির আটটি হাউসফুল শো চলছে। ৮০%-এরও বেশি দর্শক টিকিট কেটেছেন অনলাইনে। মাল্টিপ্লেক্সের অন্যতম কর্তা আব্দুল রউফ জানালেন, শ্রীনগরে নতুন করে সিনেমা হল তথা মাল্টিপ্লেক্স খোলার পরে এই নিয়ে চারটি ছবির শো-তে দেখা গেল, কোনও টিকিট পড়ে নেই। সেগুলি— ‘পঠান’, ‘অবতার: দ্য ওয়ে অব ওয়াটার’, ‘ওপেনহাইমার’ এবং ‘জওয়ান’। ভাল ব্যবসা করেছে অজয় দেবগণ অভিনীত ‘দৃশ্যম-২’-ও।
জঙ্গি-হানা বিধ্বস্ত কাশ্মীর থেকে এক সময়ে সিনেমা হলই উঠে গিয়েছিল। আজ মাল্টিপ্লেক্সে যাঁরা টিকিট কাটছেন, তাঁদের প্রায় ৯৮ শতাংশই স্থানীয় বাসিন্দা। একটি মাল্টিপ্লেক্স চেনের সঙ্গে যৌথ উদ্যোগে গত বছর এই মাল্টিপ্লেক্সটি চালু করেছিলেন কাশ্মীরের পরিচিত শিল্পপতি বিজয় ধর। বলছিলেন, ‘‘শাহরুখকে কাশ্মীরিরা ভালবাসেন। সব বয়সের দর্শক তাঁর ছবি দেখেন। অবাক হয়ে দেখেছিলাম, ‘পঠান’ দেখতে লম্বা লাইন পড়েছে। ‘ওপেনহাইমার’-ও কয়েক দিন হাউসফুল গিয়েছিল। ভাল ছবি তো লোকেরও ভাল লাগে।’’ বিজয় জানালেন, তাঁদের মাল্টিপ্লেক্সে আজও ‘জওয়ান’-এর কোনও টিকিট পড়ে ছিল না। অন্তত আগামী রবিবার পর্যন্ত এই অবস্থা পাল্টাবে না বলেই তিনি মনে করছেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)