Advertisement
২৩ অক্টোবর ২০২৪
Shirshendu Mukhopadhyay

হাসপাতালে শীর্ষেন্দু মুখোপাধ্যায়, কেমন আছেন প্রবীণ সাহিত্যিক?

পেসমেকার বদলাতে হাসপাতালে ভর্তি হয়েছেন শীর্ষেন্দু। পরিবার সূত্রে খবর, ভাল আছেন তিনি।

সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়।

সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। —ফাইল ছবি।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৭ জুন ২০২৪ ২৩:০৪
Share: Save:

পেসমেকার বদলের জন্য দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। পরিবার সূত্রে খবর, দিন দুয়েক আগে ভর্তি হন তিনি। জানা গিয়েছে তাঁর অস্ত্রোপচার সফল হয়েছে। ভাল আছেন ‘দূরবীন’-এর লেখক।

চিকিৎসার নিয়ম অনুসারে নির্দিষ্ট সময় অন্তর পেসমেকার বদলাতে হয়। সাহিত্যিকের পেসমেকার পুরনো হয়ে গিয়েছিল বলে পরিবারের তরফে জানানো হয় আনন্দবাজার অনলাইনকে। পেসমেকারের কারণে বর্ষীয়ান লেখকের যাতে অন্য কোনও শারীরিক সমস্যা তৈরি না হয়, তাই তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। নির্দিষ্ট দিনে তাঁর অস্ত্রোপচার হয়, সঙ্গে সামান্য শ্বাসকষ্ট শুরু হয়। তবে চিকিৎসকদের পক্ষ থেকে পরিবারের সদস্যদের জানানো হয়েছে, বর্তমানে ৮৮ বছরের সাহিত্যিকের অবস্থা স্থিতিশীল। কয়েক দিনের মধ্যেই বাড়ি ফিরবেন তিনি।


অন্য বিষয়গুলি:

Shirshendu Mukhopadhyay
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE