ফারহান আখতারের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ার জন্য বেশ কিছু দিন ধরেই শ্রদ্ধা কপূর খবরের শিরোনামে। কয়েক দিন আগে শোনা গিয়েছিল, তিনি নাকি ফারহানের সঙ্গে একসঙ্গে থাকছেন। এই খবর পাওয়া মাত্র, শ্রদ্ধার বাবা শক্তি কপূর আর মাসি পদ্মিনী কোলাপুরি নাকি ফারহানের বাড়ি থেকে জোর করে ফিরিয়ে আনেন শ্রদ্ধাকে!
এ বার এই বিষয়ে মুখ খুললেন শ্রদ্ধা নিজে। এক টেলিভিশন সাক্ষাৎকারে, পুরো ঘটনাটি গুজব বলে উড়িয়ে দিয়েছেন নায়িকা। এই ঘটনার কিছু নাকি জানতেনই না তিনি। এমনকী পুরো ঘটনাটাই নাকি মিথ্যে, এমনই মত শক্তি কপূরের মেয়ের। এই খবর ছড়ানো নিয়েও বেশ ক্ষুব্ধ তিনি। বলেন, ‘‘হ্যাঁ, মানছি আমরা অভিনেতা, তাই আমাদের সম্পর্কে অনেকেই গসিপ পড়তে ভালবাসেন| কিন্তু যখন আমার বাবা‚ মাসি আর কো-স্টারকে জড়িয়ে এই ধরনের খবর ছাড়ানো হচ্ছে আমি কিছুতেই তা মেনে নেব না|’’
আরও পড়ুন:মেয়েকে ফারহানের বাড়ি থেকে জোর করে বের করে আনলেন শক্তি কপূর!
এর আগে তাঁর সঙ্গে আদিত্য রায় কপূরের সম্পর্কে জড়ানোর খবর ছড়িয়েছিল। তখনও একই ভাবে তিনি জানিয়েছিলেন যে, খবরটি মিথ্যে। শ্রদ্ধার মতে, অভিনেতাদের সঙ্গে এটা সব সময় হয়| কারও না কারও সঙ্গে তাঁদের নাম জড়িয়ে গুজব ছড়ানো হয়| কিন্তু যখন তাঁদের পরিবারকেও এই ব্যাপারে টেনে আনা হয়, তা খুবই দুঃখজনক|
ওই সাক্ষাৎকারে শ্রদ্ধাকে প্রশ্ন করা হয়, তিনি কী সত্যিই লিভ ইন করছেন? আর সঙ্গে সঙ্গে শ্রদ্ধার উত্তর,‘‘হ্যাঁ‚ আমি লিভ ইন করছি। আমার মা বাবার সঙ্গে‚ এই বাড়িতে, যেখানে আমি জন্মেছি বড় হয়েছি সেখানেই থাকছি|’