গায়িকা শ্রেয়া ঘোষালের জীবনে বিশেষ দিন। রবিবার তাঁর বাবার জন্মদিন। মা শর্মিষ্ঠা ঘোষালকে সঙ্গে নিয়ে বাবা বিশ্বজিৎ ঘোষালের জন্মদিন পালন করলেন তিনি। সেই ভিডিয়ো নেটমাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন শ্রেয়া।
মে মাসে পুত্র সন্তানের মা হয়েছেন শ্রেয়া। ছেলের নাম রেখেছেন দেবযান। গায়িকা নিজেই ইনস্টাগ্রামের মাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন সুখবর। দাদুর জন্মদিন উদ্যাপন করেছে দেবযান। মায়ের কোলে চেপেই সবটা দেখে সে।
শ্রেয়ার বাবা কেক কাটলেন।কাছের মানুষদের সঙ্গে ছবি তুললেন। টুকরো টুকরো এমনই কিছু মুহূর্ত ভেসে উঠল তাঁর ভিডিয়োয়। সেটি পোস্ট করে বিবরণীতে শ্রেয়া লিখেছেন, ‘প্রিয় বাবাকে শুভ জন্মদিন। আমি তোমার সন্তান, তোমার হৃদয়, তোমার ছাত্রী এবং তুমি আমার ভগবান। দাদু হওয়ার পর এটা তোমার প্রথম জন্মদিন। এই জন্মদিনটা নিশ্চয়ই তোমার কাছে খুব বিশেষ।’
Happy birthday to my dearest Baba. I am your child, your heart, your student, but you are my God.♥️
— Shreya Ghoshal (@shreyaghoshal) August 8, 2021This is your first birthday as Dadu (Grandpa)
This one is too special na @curiousghoshal @soumghoshal @MsSarmistha @shiladitya #Devyaan @SherlockFetcher pic.twitter.com/w3JMyoFxDN