Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Entertainment News

নভ্যা অভিনয় করতে চাইলে চিন্তা বাড়বে শ্বেতার!

অভিনয় তাঁর পারিবারিক কেরিয়ার। বাবা, মা তো বটেই ভাই-ভাইয়ের বউও বলিউড কাঁপাচ্ছেন। কিন্তু তিনি নিজে সে সব থেকে বেশ দূরে। মডেলিং অল্পবিস্তর করেছেন। তাই গ্ল্যামার দুনিয়াটা তাঁর অচেনা নয়। কিন্তু সরাসরি অভিনয় কখনও করেননি শ্বেতা বচ্চন।

মায়ের সঙ্গে।ছবি: সংগৃহীত।

মায়ের সঙ্গে।ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৬ ১১:৫১
Share: Save:

অভিনয় তাঁর পারিবারিক কেরিয়ার। বাবা, মা তো বটেই ভাই-ভাইয়ের বউও বলিউড কাঁপাচ্ছেন। কিন্তু তিনি নিজে সে সব থেকে বেশ দূরে। মডেলিং অল্পবিস্তর করেছেন। তাই গ্ল্যামার দুনিয়াটা তাঁর অচেনা নয়। কিন্তু সরাসরি অভিনয় কখনও করেননি শ্বেতা বচ্চন। তাঁর মেয়ে নভ্যা নভেলি নন্দা ব়ড় হয়েছেন। ওয়েব দুনিয়ায় আপাতত তিনি ট্রেন্ডিং। কিছুটা পারিবারিক পরিচয়, কিছুটা ব্যক্তিগত ক্যারিশ্মায় ইন্ডাস্ট্রিতে এখনই নভ্যা একটা জায়গা করে নিয়েছেন। কিন্তু মা হিসেবে শ্বেতা কখনও চান না অভিনয়কে পেশা হিসেবে বেছে নিন নভ্যা। মেয়ে সেই সিদ্ধান্ত নিলে নাকি তাঁর চিন্তা বাড়াবে।

আরও পড়ুন, ‘অরিন্দমদাই আমার আয়না’

শ্বেতার কথায়, ‘‘অভিনয়টা যত সহজ মনে হয়, আসলে তা একেবারেই নয়। কঠিন পরিশ্রম করতে হয়। বিশেষত মহিলা হিসেবে একটা আলাদা চাপ থাকে। অনেক ব্যর্থতাও থাকে। সেটা মেনে নিতে শিখতে হয়। তাই নভ্যা অভিনয়কে কেরিয়ার তৈরি করতে চাইলে আমার চিন্তা বাড়বে।’’ শ্বেতার মতে, অভিনয় করতে চাইলে তার সঠিক প্রস্তুতি চাই। তাঁর মা অর্থাত্ জয়া বচ্চন স্নাতক হওয়ার পর অভিনয় শিখেছিলেন। তারপরই অভিনয়কে কেরিয়ার হিসেবে বেছে নেন। তার ফল কারও অজানা নয়। শ্বেতা বললেন, ‘‘আমার মেয়ে সেলিব্রিটি নয়। কিন্তু এমন কিছু লোকের সঙ্গে ও যুক্ত থাকে যাতে সোশ্যাল মিডিয়ায় ওকে নিয়ে খুব আলোচনা হয়। আসলে অনেকেই মনে করেন টাকা রোজগারের জন্য আর সহজে খ্যাতি পাওয়ার জন্য অভিনয়টা সহজ মাধ্যম। কিন্তু বাস্তবটা একেবারেই আলাদা।’’

আরও পড়ুন, ডেবিউয়ের আট বছর পর কেন শাহরুখকে ধন্যবাদ দিলেন অনুষ্কা?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Shweta Nanda Navya Naveli Nanda Amitabh Bachchan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE