ঘরে এসেছে লক্ষ্মী। ১২ জুলাই হাসপাতালে পৌঁছেছিলেন কিয়ারা আডবাণী। ছবিশিকারিদের ক্যামেরাতে ধরা পড়েছিলেন হাসপাতাল যাওয়ার সময়ে। ১৬ জুলাই সিদ্ধার্থ ও কিয়ারা যৌথ ভাবে জানান, তাঁদের কোলে এসেছে কন্যা সন্তান। নতুন বাবা সমাজমাধ্যমে জানান, মা ও মেয়ে সুস্থ। তার পর থেকেই হাসপাতালের বাইরে ভিড় জমেছে ছবিশিকারিদের। তাঁদের লক্ষ্য একটাই— যদি সদ্যোজাতোকে এক ঝলক দেখা যায়। তবে সেই রাস্তা বন্ধ করতে উদ্যত তারকা দম্পতি।
ছবিশিকারিরা যাতে কোনও ভাবেই ছবি না তোলেন, সেই ব্যবস্থা করেছেন সিদ-কিয়ারা। ‘দয়া করে কোনও ছবি নয়’, ছবিশিকারিদের কাছে এই অনুরোধ রেখেছেন তারকা দম্পতি। এই অনুরোধ তাঁরা রেখেছেন অভিনব কায়দায়। ছবিশিকারিদের কাছে সিদ-কিয়ারা পাঠিয়ে দিয়েছেন বাক্সে ভরা মিষ্টি।
হালকা গোলাপি রঙের বাক্সে মিষ্টি পাঠিয়েছেন সিদ ও কিয়ারা। স্নেহা জ়ালা নামে এক চিত্রগ্রাহক সেই বাক্সের ছবি সমাজমাধ্যমে তুলে ধরেছেন। বাক্সের উপর রয়েছে নতুন বাবা-মায়ের বার্তা। সেখানে লেখা, “আমাদের শিশুকন্যা এসে গিয়েছে। এই সুন্দর মুহূর্ত ভাগ করে নেওয়ার জন্য কিছু মিষ্টি হয়ে যাক। দয়া করে কোনও ছবি নয়। শুধু আশীর্বাদ করুন।” সিদ্ধার্থ ও কিয়ারার তরফ থেকে এই বার্তা পেয়ে ছবিশিকারিরা আনন্দিত।
আরও পড়ুন:
উল্লেখ্য, ২০২১ সালে ক্যাপ্টেন বিক্রম বাত্রার জীবনীর উপর ভিত্তি করে মুক্তি পেয়েছিল হিন্দি ছবি ‘শেরশাহ’। বিষ্ণুবর্ধন পরিচালিত এই ছবিতে প্রথম জুটি বাঁধেন সিদ্ধার্থ মলহোত্র এবং কিয়ারা আডবাণী। জুটি হিসাবে দশর্কের মনেও জায়গা করে নিয়েছিলেন সিদ-কিয়ারা। সেই সময় থেকেই গাঢ় হয় তাঁদের প্রেম। ২০২১ সালেই সিড-কিয়ারা একসঙ্গে মলদ্বীপ ঘুরতে যান। ২০২২ দুবাই গিয়েও লম্বা ছুটি কাটাতে দেখা যায় সিদ-কিয়েরাকে। তার পর ২০২৩ সালে সোজা ছাঁদনাতলায়। এ বার বাবা-মা হিসাবে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন তাঁরা।