শুক্রবার সকালে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন সদ্য মা কিয়ারা আডবাণী। হাসপাতাল থেকে বেরোনোর মুহূর্তের কয়েক ঝলক ছবিশিকারিদের ক্যামেরাবন্দি হয়েছে। কিন্তু একরত্তিকে নিয়ে প্রথমেই বাড়ি যাননি সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণী। তাঁদের গন্তব্য ছিল এক বিশেষ জায়গা।
১২ জুলাই মুম্বইয়ের বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন কিয়ারা। তার পর থেকে অনুরাগীদের নজর ছিল সমাজমাধ্যমে। কখন সন্তানের কথা তাঁরা প্রকাশ করবেন, সেই অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। ১৫ জুলাই প্রকাশ্যে আসে, কন্যাসন্তানের মা-বাবা হয়েছেন তাঁরা। ১৬ জুলাই তারকা দম্পতি নিজেরাই সুখবর দেন। শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া পেতেই তাঁরা প্রথমে বাড়ি নয়। একরত্তিকে নিয়ে গেলেন তার দিদার বাড়িতে। অর্থাৎ প্রথমেই সিদ ও কিয়ারা পৌঁছোন অভিনেত্রীর মায়ের বা়ড়ি।
এই দিনও সিদ-কিয়ারার পিছু নিয়েছিল ছবিশিকারিদের গাড়ি। কিন্তু নতুন মা বা একরত্তিকে তাঁরা সেই ভাবে ক্যামেরাবন্দি করতে পারেননি। সিদ্ধার্থ ও কিয়ারা ইতিমধ্যেই ছবিশিকারিদের কাছে অভিনব কায়দায় ছবি না তোলার অনুরোধ জানিয়েছেন। ছবিশিকারিদের কাছে সিদ-কিয়ারা পাঠিয়ে দিয়েছেন বাক্সভর্তি মিষ্টি।
আরও পড়ুন:
হালকা গোলাপি রঙের সেই মিষ্টির বাক্সের উপর রয়েছে নতুন বাবা-মায়ের বার্তা। সেখানে লেখা, “আমাদের শিশুকন্যা এসে গিয়েছে। এই সুন্দর মুহূর্ত ভাগ করে নেওয়ার জন্য কিছু মিষ্টি হয়ে যাক। দয়া করে কোনও ছবি নয়। শুধু আশীর্বাদ করুন।” সমাজমাধ্যমেও এই একই বার্তা রেখেছেন তাঁরা।
উল্লেখ্য, ২০২১ সালে ‘শেরশাহ’ ছবিতে জুটি বেঁধেছিলেন সিদ ও কিয়ারা। তাঁদের একসঙ্গে দেখেই দর্শক বলেছিল, ‘এ যেন রাজযোটক’। এর পরে বাস্তবেও তাঁরা জুটি বাঁধেন। তিন বছর সম্পর্কে থাকার পরে ২০২৩ সালে বিয়ে করেন তাঁরা।