এই নিয়ে দ্বিতীয়বার। মাত্র সাত দিনের মধ্যে গায়ক অভিজিৎ ভট্টাচার্যের দ্বিতীয় অ্যাকাউন্টটিও বন্ধ করল টুইটার।
গত ২৩ মে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ)-এর ছাত্রী শেহলা রশিদ শোরাকে উদ্দেশ্য করে একটি অশালীন টুইট করেছিলেন অভিজিৎ। তাতে ওই ছাত্রীকে কটাক্ষ করে তিনি লিখেছিলেন, ‘‘গুজব রয়েছে, ওই ছাত্রী দু’ঘণ্টার জন্য টাকা নিয়েছিলেন। কিন্তু নিজের ক্লায়েন্টকে তৃপ্ত করতে পারেননি... এটা বড় র্যাকেট।’’ তাঁর এই মন্তব্যের পরই ঝড় ওঠে বিভিন্ন মহলে। মহিলাদের উদ্দেশ্যে অবমাননাকর মন্তব্যের জন্য সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হন অভিজিৎ। এর পরেই তাঁর অ্যাকাউন্ট সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয় টুইটার। সেই সময় অভিজিৎ দাবি করেছিলেন, অরুন্ধতী রায় এবং জেএনইউ-র পড়ুয়ারা এই ঘটনার পিছনে রয়েছে।
সেই সময় অভিজিতের পাশে দাঁড়িয়ে টুইটার থেকে নিজের অ্যাকাউন্টও সরিয়ে নিয়েছিলেন জনপ্রিয় গায়ক সোনু নিগম। টুইটার থেকে অ্যাকাউন্ট সরিয়ে নিয়েছেন পরিচালক রাম গোপাল বর্মাও।