হাসপাতালে ভর্তি সঙ্গীতশিল্পী দেবলীনা নন্দী। রবিবার গভীর রাতে একটি লাইভ ভিডিয়ো করেন তিনি। সেই ভিডিয়োয় সাংসারিক অশান্তির কথা প্রকাশ্যে আনেন তিনি। এর পরে তিনি অসুস্থ হয়ে পড়ায় তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যান তাঁর দেহরক্ষীরা। এখন কেমন আছেন গায়িকা? আনন্দবাজার ডট কম-কে জানালেন দেবলীনার মা।
তিনি বলেন, “আগের থেকে সুস্থ আছে আমার মেয়ে। কিন্তু এখনও প্রবাহ প্রবাহ করে যাচ্ছে। কিন্তু এখনও পর্যন্ত কেউ যোগাযোগ করেননি ওর শ্বশুরবাড়ির তরফে। দেবলীনা ফিরে যেতে চায় স্বামী প্রবাহের কাছে।” গায়িকার মা-বাবা কি চান মেয়ে আবার ফিরে যাক তাঁর শ্বশুরবাড়িতে? এই প্রশ্নে গায়িকার মায়ের স্পষ্ট জবাব, “আমরা কিছু চাপিয়ে দিতে পারি না। এটা ওর ব্যক্তিগত বিষয়। এখনও তো ফিরেই যেতে চাইছে। ও যেটা চাইবে সেটাই করবে আর কী!”
সারা ক্ষণ হাসপাতালে মেয়ের কাছেই রয়েছেন মা। কবে ছাড়া পাবেন দেবলীনা? গায়িকার মা জানিয়েছেন, এখনই তা বলতে পারছেন না। সম্ভবত তিন-চার দিন আরও রাখবে। তিনি যোগ করেন, “কিছু খাচ্ছে না। এখন বলছে গলাব্যথা। কয়েকটা দিন যাক, দেখি।”
উল্লেখ্য, ২০২৫-এর শেষ দিকে স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন শ্রীনন্দাশঙ্কর। ঘোষণার সময়ে তিনি জানিয়েছিলেন, সমাজমাধ্যমে যেমনটা দেখা যায়, সেটাকেই বাস্তব মেনে নেওয়া ভুল। দেবলীনার এই ঘটনা প্রকাশ্যে আসার পরে বার বার সেই এক কথাই উঠে আসছে। এই ঘটনার পরে গায়িকার স্বামী প্রবাহ নন্দী বা তাঁর পরিবারের কেউ কোনও মন্তব্য করেননি এখনও।