Advertisement
E-Paper

লকডাউনের জেরে কাজ, টাকাপয়সা কিচ্ছু নেই! রাস্তায় কেক, দুধ বেচে দিন চালাচ্ছেন এই গায়িকা

হরি ঘোষ স্ট্রিটের ট্রাম লাইনের ওপর রোজ নিলীশা বসাককে দেখা যায় নানা ধরনের শুকনো খাবার নিয়ে বসতে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ জুলাই ২০২০ ১৪:১৭
অভাবের তাড়না নিলীশাকে পথে নামিয়েছে। সমব্যথী রচনাও।

অভাবের তাড়না নিলীশাকে পথে নামিয়েছে। সমব্যথী রচনাও।

‘‘লকডাউনে সব বন্ধ। কোথাও অনুষ্ঠান, স্টেজ শো নেই। গান রেকর্ডিং-ও হচ্ছে না। কাউকে কিছু বলতেও পারছি না। দোষও দেওয়ার নেই কাউকে। কিন্তু পেট তো মানে না!’’ বলতে বলতে গলা ধরে এসেছে শিল্পীর। যাঁরা শুনছেন তাঁরাও স্তব্ধ। গায়িকা তখনও বলে চলেছেন, ‘‘হাতে জমানো যা ছিল, খেয়ে পরে থাকতে গিয়ে ফুরিয়ে গেল এক সময়। মাথায় হাত, এ বার কী খাব? কী ভাবে সংসার চলবে?’

এই প্রশ্নটাই সারাক্ষণ তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছিল গায়িকা নিলীশা বসাককে। তিনি শিল্পী। এই অবস্থায় ভাবতে থাকেন, গানের বাইরে আর কী করতে পারেন, যাতে সংসারে দুটো পয়সা আসবে?

দুশ্চিন্তা থেকে, সংসারের মুখ চেয়ে শেষে রাস্তায় দুধ, কেক, বিস্কুট নিয়ে বসা শুরু তাঁর।

আরও পড়ুন: অভিষেকের লাভস্টোরিতে অ্যাথলিট আয়ুষ্মান

আচমকা পেশা পরিবর্তন। কী ভাবে মানিয়ে নিলেন নিলীশা?

হার না মানা মনের ছায়া পড়ল গায়িকার কথাতে, ‘‘সম্মানজনক যে কোনও কাজ এই অসময়ে করতে রাজি। কারণ, যে ভাবেই হোক চালাতে হবে সংসার। চলতে হবে নিজেকেও।’’

আজন্ম হাতিবাগানের বাসিন্দা নিলীশা এরপর থেকেই খাবার বিক্রেতা! হরি ঘোষ স্ট্রিটের ট্রাম লাইনের ওপর রোজ তাঁকে দেখা যায় নানা ধরনের শুকনো খাবার নিয়ে বসতে।

আরও পড়ুন: হেমা-শ্রীদেবী-জয়াপ্রদা... একাধিক নায়িকার সঙ্গে সম্পর্কের গুঞ্জনেও অটুট জিতেন্দ্র-শোভার দাম্পত্য

অতি সম্প্রতি, জি বাংলার ‘দিদি নম্বর ১’-এ তিনি এসেছিলেন অন্য প্রতিযোগীদের সঙ্গে। ‘দিদি’ রচনা বন্দ্যোপাধ্যায় স্বয়ং কুর্নিশ জানিয়েছেন নিলীশাকে, নিলীশার মনের জোরকে। আশ্বাস দিয়েছেন তাঁর পাশে থাকার।

যাঁর গলায় সাত সুর-পাখি পোষা, দুর্দিনে তাঁর এই রূপান্তর চোখ ভিজিয়েছে রিয়্যালিটি শো-এর দর্শকদেরও।

Nilisha Basak Rachna Banerjee Lockdown Covid 19
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy