চার হাত এক হতে আর মাত্র কিছু ক্ষণ! রবিবারই সাতপাকে বাঁধা পড়বেন স্মৃতি মন্ধানা ও পলাশ মুচ্ছলের। ইতিমধ্যেই প্রাক্বিবাহ অনুষ্ঠানে মেতেছে বর ও কনের পরিবার।
প্রকাশ্যে এসেছে বিশ্বকাপজয়ী ক্রিকেটতারকার মেহেন্দির সাজ। শনিবার মেহেন্দির জন্য স্মৃতি বেছে নিয়েছিলেন বেগুনি রঙের একটি শাড়ি-গাউন। সঙ্গে গলায় ও কানে ভারী গয়না। মাথার টিকলিও ছিল নজরকাড়া। কিন্তু প্রসাধনীতে ছিল না কোনও আতিশয্য। পলাশ পরেছিলেন সাদা কুর্তা ও পাজামা। তার উপরে সুতোর কাজ করা জ্যাকেট। মেহেন্দি অনুষ্ঠানে স্মৃতির ননদ অর্থাৎ পলক মুচ্ছলের সাজও নজর কেড়েছে। সাদা রঙের লেহঙ্গা পরেছিলেন তিনি। মেহেন্দি অনুষ্ঠান থেকে একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। দেখা যাচ্ছে, পলাশের হাত ভর্তি মেহেন্দি। তাই হবু স্বামীকে খাইয়ে দিচ্ছেন স্মৃতি। এই ভিডিয়ো দেখে যুগলের প্রেমে মুগ্ধ অনুরাগীরা।
শনিবারই ঘনিষ্ঠ পরিজনদের নিয়ে গায়েহলুদের অনুষ্ঠানও সেরেছেন স্মৃতি ও পলাশ। বর ও কনে দু’জনেই গায়েহলুদের হলুদ রঙেই সেজেছিলেন। সঙ্গীত অনুষ্ঠানও সেরেছেন তারকাজুটি। ‘অগর ম্যায় কহুুঁ’, ‘তেনু লে কে ম্যায় যাওয়াঙ্গা’ গানের সঙ্গে নেচেছেন একজোটে।
আরও পড়ুন:
রবিবার দুপুর গড়িয়ে বিকেল হতেই বসবে স্মৃতি ও পলাশের বিয়ের আসর। মহারাষ্ট্রের সংলিতে স্মৃতির আদিবাড়িতে বসবে বিয়ের আসর। সাঙ্গলীতেই স্মৃতির বড় হয়ে ওঠা এবং পড়াশোনা। এখানেই তিনি ক্রিকেটের প্রশিক্ষণ নিয়েছেন। তাই সাঙ্গলীতেই জীবনের নতুন অধ্যায় শুরু করছেন তিনি। স্মৃতি ও পলাশ দু’জনেই পোশাকশিল্পী অনিতা ডোঙ্গরের ডিজ়াইন করা পোশাক পরবেন বলে জানা যাচ্ছে।
উল্লেখ্য, স্মৃতি ও পলাশ দীর্ঘ দিন ধরে সম্পর্কে রয়েছেন। প্রেমিকাকে বিয়ের জন্য বিশেষ কায়দায় প্রস্তাবও দিয়েছিলেন পলাশ। সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ভাগও করে নিয়েছিলেন তিনি। সেখানে দেখা যায়, লাল রঙের পোশাকে ক্রিকেটতারকা আর স্যুট-প্যান্ট পরে আছেন পলাশ। যে ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে বিশ্বকাপের ট্রফি হাতে নেন, সেই বাইশ গজেই হাঁটু মুড়ে স্মৃতিকে প্রেমপ্রস্তাব দেন পলাশ। অনামিকায় পরিয়ে দেন আংটি। মনের মানুষের জন্য হিরের আংটিই বেছে নিয়েছিলেন পলাশ। এর পরেই নিজের সমাজমাধ্যমে টিমের অন্যদের সঙ্গে ভিডিয়ো পোস্ট করে লেখেন, “ও ‘হ্যাঁ’ বলেছে।”