মহিলা বিশ্বকাপ ক্রিকেটে সেরার স্বীকৃতি পেয়েছেন স্মৃতি মন্ধানা ও তাঁর সহ-খেলোয়াড়েরা। আগামী ২০ নভেম্বর নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন স্মৃতি ও পলাশ মুচ্ছল। হবু বৌদি বিশ্বকাপ জিততেই চোখে জল পলাশের বোন পলকের। এ বার নয়া নজির গড়লেন স্মৃতির হবু ননদ গায়িকা পলক মুচ্ছল।
বহু বছর ধরেই এই কাজের সঙ্গে যুক্ত পলক। একা দায়িত্ব নিয়ে প্রায় ৩৮০০ জন দুঃস্থ বাচ্চার হৃদ্রোগের খরচ দিলেন তিনি। প্রায় ১০ বছর ধরে এই সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত তিনি। গায়িকার বাড়িতে একটি গোটা আলমারি রয়েছে পুতুলের। যে সব বাচ্চার তিনি চিকিৎসার খরচ দেন, তারা সুস্থ হয়ে উঠলে উপহারস্বরূপ তাদের থেকে একটা করে পুতুল নেন পলক। গায়িকা বলেন, ‘‘আমার ঘরভর্তি পুতুল। কারণ, ওই পুতুলগুলোর মাধ্যমে বাচ্চাগুলোকে আমি মনে রাখি।’’
আরও পড়ুন:
শুধু দুঃস্থ বাচ্চাদের চিকিৎসা নয়, তিনি দেশের নানা সমাজসেবামূলক কাজে জড়িয়ে আছেন। আর কয়েক দিন বাদে বাড়িতে বিয়ে। এর মাঝেই পলকের সাফল্যের মুকুটে যুক্ত হল নতুন পালক। বহু হিট গান রয়েছে তাঁর ঝুলিতে। যেমন ‘আশিকি ২’ ছবির গোটা অ্যালবাম। এ ছাড়াও ‘প্রেম রতন ধন পায়ো’ ছবির বহু গান তাঁর কণ্ঠে। যদিও পলক সব সময়েই জানান, গান ও খ্যাতি নয়, বরং অন্য মানুষদের জীবনের বেঁচে থাকার কারণ হতে চান তিনি।