Advertisement
E-Paper

রাহাকে আড়ালে রাখছেন রণবীর-আলিয়া! সইফের উপর হামলার পরেই এই সিদ্ধান্ত? জানালেন সোহা

সইফ আলি খানের উপর হামলার ঘটনার পর থেকে রাহাকে আড়ালে রাখতেই পছন্দ করছেন আলিয়া ও রণবীর। এক অনুষ্ঠানে আলিয়া অনুরোধ করেন, রাহার ছবি যেন আর না তোলা হয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৫ ২০:০৪
Soha Ali Khan on Alia Bhatt and RanbirKapoor keeping Raha away from the paparazzi

রাহাকে আড়ালে কেন রাখেন রণবীর-আলিয়া? ছবি: সংগৃহীত।

রাহা কপূরের ছবি ও ভিডিয়ো মুহূর্তে ছড়িয়ে পড়ে নেটপাড়ায়। মিশুকে একরত্তির মিষ্টি ভিডিয়োতে মুগ্ধ অনেকেই। ছবিশিকারিদের দেখলেই হাসে রাহা। কখনও আবার উড়ন্ত চুমু ছুড়ে দেয়। কিন্তু এ সব কার্যকলাপে রাশ টেনেছেন রাহার বাবা-মা অর্থাৎ রণবীর কপূর ও আলিয়া ভট্ট। সইফ আলি খানের উপর হামলার ঘটনার পর থেকে রাহাকে আড়ালে রাখতেই পছন্দ করছেন আলিয়া ও রণবীর। এক অনুষ্ঠানে আলিয়া অনুরোধ করেন, রাহার ছবি যেন আর না তোলা হয়। এই বিষয়ে এ বার মুখ খুললেন সইফের বোন সোহা আলি খান।

সোহা আলি খান এই প্রসঙ্গে নিজের সন্তানের প্রসঙ্গও টেনে এনেছেন। অভিনেত্রী বলেছেন, “অবশ্যই, কুণাল (কুণাল খেমু) আর আমিও এই নিয়ে কথা বলেছি। কিন্তু সৌভাগ্যবশত সংবাদমাধ্যমের সঙ্গে আমার ও কুণালের সম্পর্ক ভাল ছিল। আমার একটা ঘটনা মনে আছে। আমি ইনায়াকে সাঁতারে নিয়ে গিয়েছিলাম। ছবিশিকারিরা ছবি তুলছিলেন। ওঁদের তখন অনুরোধ করি, ছবি তোলা বন্ধ করার জন্য। ওঁরা আর ছবি তোলেননি।”

এর সঙ্গেই অভিনেত্রী বলেন, “আমি দেখেছি, নিষেধ করা হলে ওঁরা মোটেই ছবি তোলেন না। এই সম্মানটুকু ওঁরা দেন। তবে হলিউডে কিন্তু এমনটা হয় না। আমরা এখনও সেই জায়গায় পৌঁছইনি।”

আলিয়া ও রণবীরের সিদ্ধান্তকে সমর্থন করেন সোহা। তাই তিনি বলেছেন, “আমরা তারকা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সন্তানেরা নেয়নি। তাই ওদের উপর প্রভাব পড়া উচিত নয় বলেই মনে করি। কিন্তু এটা আমাদের জীবনের অঙ্গ। লড়াই তো করতে পারি না এর বিরুদ্ধে।”

Alia Bhatt Soha Ali Khan Saif Ali Khan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy