Advertisement
E-Paper

সানিতে ‘ঘায়েল’ সোহা আলি খান

সানি দেওলের আড়াই কিলোর হাত যখন পড়ে, তখন সাধারণ মানুষের কী হাল হয়, তা আমাদের জানা। কিন্তু শর্মিলা ঠাকুরের আদুরে কন্যা সোহা আলি খানের যে কী অবস্থা হচ্ছে, তার খোঁজ নিচ্ছেন না ‘সানি পাজি’। ১৯৯০-এর অন্যতম জনপ্রিয় ছবি ‘ঘায়েল’।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০১৫ ০০:০০

সানি দেওলের আড়াই কিলোর হাত যখন পড়ে, তখন সাধারণ মানুষের কী হাল হয়, তা আমাদের জানা। কিন্তু শর্মিলা ঠাকুরের আদুরে কন্যা সোহা আলি খানের যে কী অবস্থা হচ্ছে, তার খোঁজ নিচ্ছেন না ‘সানি পাজি’। ১৯৯০-এর অন্যতম জনপ্রিয় ছবি ‘ঘায়েল’। এই অ্যাকশন ছবির সিকোয়েল তৈরি করছেন সানি নিজেই। বাবা ধর্মেন্দ্রর প্রযোজনায় ‘ঘায়েল ওয়ানস এগেইন’-এর শুটিং চলছে জোরকদমে। ছবিতে সানির বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন সোহা। প্রথম বার সানি দেওলের সঙ্গে স্ক্রিন শেয়ার করে উত্তেজিত কুণাল-পত্নী। তিনি জানিয়েছেন, সানির সঙ্গে কাজ করতে গিয়ে নাকি খুব নার্ভাস হয়ে পড়ছেন তিনি। যদিও সানির সেদিকে কোনও নজর নেই। সানি দেওল ফিল্ম নিয়ে ভীষণই প্যাশনেট এবং একই সঙ্গে খুবই লাজুক প্রকৃতির মানুষ। ছবিতে এক মনোবিদের চরিত্রে অভিনয় করছেন শর্মিলা-তনয়া। এ বছর নভেম্বরেই মুক্তি পাচ্ছে সানি দেওল পরিচালিত ‘ঘায়েল ওয়ানস এগেইন’।

Soha Ali Khan Sunny Deol Ghayal Ghayal Once Again Dharmendra Sharmila Tagore MostReadStories
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy