হেডলাইনে কোনও ভুল নেই। আপনি ঠিকই পড়ছেন। ডনের জন্মদিন সেলিব্রেট করলেন সোহম। হ্যাঁ, অভিনেতা সোহম। কিন্তু ডন কে?
না! এর সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের কোনও সম্পর্ক নেই। ডন হল অভিনেতার দু’বছরের ছেলে। যার ভাল নাম আয়াংশ। কিন্তু আদর করে সোহম তাঁকে ডন বলে ডাকেন।
গত শনিবার ছিল আয়াংশের জন্মদিন। দুই পেরিয়ে তিনে পা দিল খুদে। স্বভাবতই দিনটা খুবই স্পেশ্যাল ছিল অভিনেতার কাছে। তার ওপর গতকাল ছিল রথ। ফলে সেলিব্রেশনের জোড়া কারণ মজুত ছিল।
আরও পড়ুন ক্যানসারের সঙ্গে লড়াইয়ের কাহিনি প্রকাশ্যে আনলেন সোনালি
আরও পড়ুন ক্যানসারের সঙ্গে লড়াইয়ের কাহিনি প্রকাশ্যে আনলেন সোনালি 😀😘😘🎂🎉🎁🎈 (_)
Many Many Happy Returns Of The Day Ayaansh aka Don.God bless u always 😀😘😘🎂🎉🎁🎈 pic.twitter.com/O5WFpNFICc
— Soham Chakraborty (@myslf_soham) July 14, 2018
আরও পড়ুন ক্যানসারের সঙ্গে লড়াইয়ের কাহিনি প্রকাশ্যে আনলেন সোনালি (_)
শনিবার সকালেই স্ত্রী এবং ছেলেকে নিয়ে কালীঘাটে পুজো দেন সোহম। তার পর মন্দিরে বাইরে শিশুদের উপহার হিসেবে চকোলেট দেন। ২০১২এ স্ত্রী তানিয়াকে বিয়ে করেন সোহম। দম্পতির আরও এক পুত্রসন্তান রয়েছে। 😊😘 (_)
Ayaansh celebrating his 2nd yr with all his friends infront of Kalighat mandir after tkng ashirbaad from Ma Kaali😊😘 pic.twitter.com/d5uAiMJbbU
— Soham Chakraborty (@myslf_soham) July 14, 2018