‘বাহুবলী ২: দ্য কনক্ল্যুশন’ একের পর এক রেকর্ড গড়ে চলেছে। আরও কতই না রেকর্ড গড়বে তার কোনও ঠিক-ঠিকানা নেই। শুধু এ দেশেই নয় মার্কিন মুলুকেও চুটিয়ে ব্যবসা করেছে এসএস রাজামৌলির এই ছবি। এমা ওয়াটসন এবং টম হ্যাঙ্কসদের মতো তাবড় তারকার ছবিকে পিছনে ফেলে ব্যবসার নিরিখে তৃতীয় স্থানে রয়েছে এই ছবি।
বাহুবলী কাটাপ্পাকে কেন মারলেন, সে কথা জানতে মানুষের মধ্যে উন্মাদনা তুঙ্গে। এই ছবিটিকে অন্য মাত্রায় নিয়ে যেতে রাজামৌলির নেতৃত্বে অক্লান্ত পরিশ্রম করে গিয়েছে গোটা ‘বাহুবলী ২’ টিম। ছবিটি নিয়ে অনেক কথাই এখনও হয়তো আপনার অজানা। বাহুবলীর সিক্যুয়েল নিয়ে কিছু অজানা তথ্য জেনে নিন—
আরও পড়ুন: ‘বাহুবলী ২’-এ রিভিউ দিলেন রজনীকান্ত!