Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Baahubali 2

‘বাহুবলী ২’ নিয়ে এই তথ্যগুলি আপনি কি জানেন?

‘বাহুবলী ২: দ্য কনক্ল্যুশন’ একের পর এক রেকর্ড গড়ে চলেছে। আরও কতই না রেকর্ড গড়বে তার কোনও ঠিক-ঠিকানা নেই। শুধু এ দেশেই নয় মার্কিন মুলুকেও চুটিয়ে ব্যবসা করেছে এসএস রাজামৌলির এই ছবি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০১ মে ২০১৭ ১৯:৩১
Share: Save:

‘বাহুবলী ২: দ্য কনক্ল্যুশন’ একের পর এক রেকর্ড গড়ে চলেছে। আরও কতই না রেকর্ড গড়বে তার কোনও ঠিক-ঠিকানা নেই। শুধু এ দেশেই নয় মার্কিন মুলুকেও চুটিয়ে ব্যবসা করেছে এসএস রাজামৌলির এই ছবি। এমা ওয়াটসন এবং টম হ্যাঙ্কসদের মতো তাবড় তারকার ছবিকে পিছনে ফেলে ব্যবসার নিরিখে তৃতীয় স্থানে রয়েছে এই ছবি।

বাহুবলী কাটাপ্পাকে কেন মারলেন, সে কথা জানতে মানুষের মধ্যে উন্মাদনা তুঙ্গে। এই ছবিটিকে অন্য মাত্রায় নিয়ে যেতে রাজামৌলির নেতৃত্বে অক্লান্ত পরিশ্রম করে গিয়েছে গোটা ‘বাহুবলী ২’ টিম। ছবিটি নিয়ে অনেক কথাই এখনও হয়তো আপনার অজানা। বাহুবলীর সিক্যুয়েল নিয়ে কিছু অজানা তথ্য জেনে নিন—

আরও পড়ুন: ‘বাহুবলী ২’-এ রিভিউ দিলেন রজনীকান্ত!

‘বাহুবলী ২: দ্য কনক্ল্যুশন’-ই হল প্রথম ভারতীয় ছবি যে ছবিটি ফোর কে হাই ডেফিনিশন ফরম্যাটে মুক্তি পেল।

এই ছবির জন্য গোটা মহিষমতী রাজত্বের সেট তৈরি করেছেন সাবু সাইরিল। যে সেটটি দেখে তাজ্জব বনে গিয়েছে দর্শককুল। প্রায় দু’হাজার কর্মী অক্লান্ত পরিশ্রম করে সেটটি নির্মাণ করেছেন।

‘বুক মাই শো’ অ্যাপের মতে ‘বাহুবলী ২’-এর মুক্তির আগে গোটা দেশে প্রতি সেকেন্ডে এই ছবির ১২টি করে টিকিট বিক্রি হয়েছে।

গোটা দেশের সাড়ে ছয় হাজার সিনেমা হলে মুক্তি পেয়েছে রাজামৌলির এই ছবি।

ছবিতে প্রায় আড়াই হাজার ভিএফএক্স শট রয়েছে। সারা পৃথিবীর সেরা ৩৫টি স্টুডিওতে সেই দৃশ্যগুলি শুট করা হয়েছে।

বাহুবলীর সিক্যুয়েলের হিন্দি ভার্সনটিতে ‘বাহুবলী’-র চরিত্রের জন্য কণ্ঠস্বর দিয়েছেন হিন্দি টেলি তারকা শরদ কেলকর।

এই ছবির ক্লাইম্যাক্স দৃশ্যের শুটিংয়ের জন্য খরচ করা হয়েছে ৩০ কোটি টাকা।

ছবির বিভিন্ন চরিত্রের জন্য প্রায় দেড় হাজার অলঙ্কার তৈরি করা হয়েছিল।

বাহুবলীর জন্য গত পাঁচ বছর ধরে অন্য কোনও ছবিতে অভিনয় করতে পারেননি দক্ষিণী তারকা প্রভাস। বাহুবলী সিরিজ শেষ না হওয়া পর্যন্ত অন্য কোনও ছবিতে কাজ করতে পারবেন না তিনি। এমনই চুক্তি হয়েছে তাঁর সঙ্গে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE