সোনাক্ষী সিন্হার সঙ্গে সলমন খানের সুসম্পর্কের কথা সর্বজনবিদিত। সলমন খান দেশে-বিদেশে যে যে অনুষ্ঠান করেন তার সবেতেই থাকেন সোনাক্ষী। এ বারে অভিনেতার ‘এশিয়ান ট্যুর’-এ সফরসঙ্গী ছিলেন সোনাক্ষী। কিন্তু হঠাৎই পোস্টারে মুখ বদল। সোনাক্ষীর জায়গায় এলেন তমান্না ভাটিয়া। তার পর থেকে সোনাক্ষীকে নিয়ে জল্পনা তু্ঙ্গে।
নেটাগরিকদের জল্পনা, অভিনেত্রী নাকি অন্তঃসত্ত্বা। সেই কারণে এ বার সলমনের সফরসঙ্গী হতে পারছেন না তিনি। কারও মতে, অভিনেত্রী সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে বার বার বালিশ দিয়ে হেলান দিচ্ছিলেন। এ ছাড়াও বেশির ভাগ সময় বড় আকারের পোশাক পরছেন গোপনীয়তা বজায় রাখার জন্য। যদিও এই প্রসঙ্গে সোনাক্ষী কিংবা জ়াহির, কেউই এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি।
আরও পড়ুন:
গত বছর ২৩ জুনে বিয়ে করেছিলেন সোনাক্ষী ও জ়াহির। বিয়ের কয়েক মাসের মাথাতেই ছড়িয়েছিল তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবর। ঈষৎ পৃথুল চেহারার জন্যই তাঁকে অন্তঃসত্ত্বা মনে হয়েছিল বলে নিজেই জানিয়েছিলেন সোনাক্ষী। তিনি বলেছিলেন, “আমি কিন্তু অন্তঃসত্ত্বা নই। আমি আসলে মোটা হয়ে গিয়েছি।” তার পরে একাধিকবার তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়ায়। প্রতিবারই হেসে উড়িয়ে দেন সোনাক্ষী ও জ়াহির। কিন্তু তাঁদের অনুরাগীরা এ বার যেন নিশ্চিত।