Advertisement
E-Paper

দাউদ ইব্রাহিমের বোন সোনাক্ষী!

রিয়েল লাইফে নয়, রিল লাইফে দাউদ ইব্রাহিমের বোন সোনাক্ষী সিংহ। ‘অপরাধ জগৎ’এর প্রতি হঠাত্ করেই আগ্রহী হয়ে পড়েছেন সোনাক্ষী। ক্রাইম এই মুহূর্তে তাঁর নতুন প্যাশন। প্রথাগত রোমান্সের থেকে অনেকটাই দূরে সেই জগৎ। ২৮ বছরের সুন্দরী হঠাৎই এই জগতের প্রেমে পড়ে গিয়েছেন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০১৫ ০০:০০

রিয়েল লাইফে নয়, রিল লাইফে দাউদ ইব্রাহিমের বোন সোনাক্ষী সিংহ। ‘অপরাধ জগৎ’এর প্রতি হঠাত্ করেই আগ্রহী হয়ে পড়েছেন সোনাক্ষী। ক্রাইম এই মুহূর্তে তাঁর নতুন প্যাশন। প্রথাগত রোমান্সের থেকে অনেকটাই দূরে সেই জগৎ। ২৮ বছরের সুন্দরী হঠাৎই এই জগতের প্রেমে পড়ে গিয়েছেন। ‘শুটআউট অ্যাট লোখণ্ডওয়ালা’-খ্যাত পরিচালক অপূর্ব লাখিয়ার পরবর্তী ছবি ‘হাসিনা’-য় এক মহিলা ‘ডন’-এর ভূমিকায় অভিনয় করছেন সোনাক্ষী। ‘হাসিনা’ মূলত আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের বোন হাসিনা পারকারের বায়োপিক। দাউদের দুই বোন— হাসিনা এবং সইদা পারকারের মধ্যে হাসিনা ছিলেন কার্যত ‘আন্ডারওয়ার্ল্ড কুইন’। মুম্বইয়ের নাগপাড়া অঞ্চলে হাসিনা তাঁর আধিপত্য তৈরি করেছিলেন। ২০১৪-এ হাসিনা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মুম্বই ক্রাইম ব্রাঞ্চের হেড কনস্টেবল মহম্মদ ইব্রাহিমের ১২জন সন্তানের মধ্যে সপ্তম হাসিনা কীভাবে এই ক্ষমতার কেন্দ্রবিন্দু হয়ে উঠলেন, সেটাই এই ছবির বিষয়। তবে সোনাক্ষীর কেরিয়ারে এটাই প্রথম আন্ডারওয়ার্ল্ড ছবি নয়। এর আগে তিনি ‘ওয়ান্স আপঅন আ টাইম ইন মুম্বই’-য়ে দাউদ ইব্রাহিমের প্রেমিকার ভূমিকায় অভিনয় করেছিলেন। ‘হাসিনা’-র শুটিং শুরু হতে পারে ২০১৬-এ।

Sonakshi Sinha Haseena Apoorva Lakhia Shootout at Lokhandwala Dawood Ibrahim Saeeda Parkar Haseena Parkar MostReadStories
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy