Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Entertainment News

ফের ক্যানসারের চিকিত্সা শুরু করতে চলেছেন সোনালি

সদ্য সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি পোস্ট করেছেন সোনালি। ক্যাপশনে লিখেছেন, ‘অন্য রকম পোশাক, অন্য রকম গয়না…রোলার কোস্টারের মতো জীবনে ছোট্ট একটা স্টপ! ফিরছি আবার…।’

সোনালি বেন্দ্রে।

সোনালি বেন্দ্রে।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৪ মার্চ ২০১৯ ১৫:৩৪
Share: Save:

ক্যানসারে আক্রান্ত বলিউড অভিনেত্রী সোনালি বেন্দ্রে। নিউ ইয়র্কে তাঁর চিকিত্সা চলছিল। মাঝে কয়েক মাসের বিরতি নিয়ে মুম্বই এসেছিলেন তিনি। ফের চিকিত্সার জন্য ফিরছেন মার্কিন মুলুকে।

সদ্য সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি পোস্ট করেছেন সোনালি। ক্যাপশনে লিখেছেন, ‘অন্য রকম পোশাক, অন্য রকম গয়না…রোলার কোস্টারের মতো জীবনে ছোট্ট একটা স্টপ! ফিরছি আবার…।’

ক্যানসারের খবর প্রথম থেকেই প্রকাশ্যে শেয়ার করেছিলেন সোনালি। তিনি জানিয়েছিলেন, পেশার কারণেই বহু মানুষ তাঁকে চেনেন। ক্যানসার ধরা পড়ার পরই লড়াই করতে চেয়েছিলেন। পাশে পেয়েছেন পরিবার এবং বন্ধুদের। তাঁর লড়াই যাতে আরও ক্যানসার আক্রান্তদের অনুপ্রাণিত করে, তাঁকে দেখে যাতে অসুস্থতরা বাঁচার রসদ খুঁজে পান, সে কারণেই প্রথম থেকেই নিজের সমস্যার কথা প্রকাশ্যে জানিয়েছিলেন।

দেখুন, বিনোদনের নানা কুইজ

চিকিত্সার প্রতিটি ধাপ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সোনালি। কেমোথেরাপির ফলে মাথার চুল উঠে গিয়েছে। সেই অবস্থাতেও নিজের ছবি শেয়ার করেছেন। আবার কখনও বা ব্যবহার করেছেন উইগ। কিন্তু কখনও লড়াইয়ের সাহস হারাননি তিনি। মনের জোর বাড়াতে মনরোগ বিশেষজ্ঞের সাহায্য নিয়েছেন। সে কথা কবুল করতেও পিছপা হননি।

আরও পড়ুন, শরীর নিয়ে প্রশ্ন, সোশ্যাল মিডিয়ায় সপাট জবাব স্বস্তিকার

Another kind of outfit and another kind of accessory... just a small pit stop from the roller coaster we call life! Back home and back to #MyNewNormal #OneDayAtATime #SwitchOnTheSunshine

A post shared by Sonali Bendre (@iamsonalibendre) on

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE