Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Sonam Kapoor

আতঙ্কের সফর

অভিনেত্রী তাঁর টুইটে লিখেছেন, ‘লন্ডনের অ্যাপ ক্যাব একেবারেই নিরাপদ নয়। সেখানকার পাবলিক ট্রান্সপোর্টেশন কিংবা সাধারণ ক্যাবই একমাত্র ভরসাযোগ্য।’

সোনম

সোনম

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২০ ০০:০২
Share: Save:

লন্ডনের অ্যাপ ক্যাবে সফরের ভয়াবহ অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সোনম কপূর। অভিনেত্রী তাঁর টুইটে লিখেছেন, ‘লন্ডনের অ্যাপ ক্যাব একেবারেই নিরাপদ নয়। সেখানকার পাবলিক ট্রান্সপোর্টেশন কিংবা সাধারণ ক্যাবই একমাত্র ভরসাযোগ্য।’ তিনি আরও লিখেছেন, ‘আই অ্যাম সুপার শেকেন। গাইজ় প্লিজ় বি কেয়ারফুল।’ সোনমের ক্যাবের ড্রাইভার অভব্য আচরণ করেন নায়িকার সঙ্গে। শুধু তা-ই নয়, বেসামাল হয়ে চিৎকারও করেন। পুরো ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন নায়িকা। সোনমের টুইটের প্রেক্ষিতে সেই অ্যাপ ক্যাব সংস্থার তরফে যোগাযোগ করা হয় অভিনেত্রীর সঙ্গে। সোনম জানান, ঘটনার পরে তিনি সংস্থার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও কোনও সাড়া পাননি। এই অভিযোগ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তাঁর স্বামী আনন্দ আহুজাও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sonam Kapoor Social Media London APP Cab
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE