কোরিয়ান ছবির রিমেক বলিউডে এখন বেশ হিট। ২০১১-য় মুক্তি পাওয়া দক্ষিণ কোরিয়ার ক্রাইম থ্রিলার ‘ব্লাইন্ড’-এর হিন্দি রিমেকে এ বার দেখা যাবে সোনম কপূরকে। ছবিতে সোনমের চরিত্রটি দৃষ্টিহীন। ছবিটির ক্রিয়েটিভ প্রোডিউসর সুজয় ঘোষ। পরিচালনা করবেন সুজয়ের বন্ধু সোম মাখিজা। বলা হচ্ছে, এটি একটি ‘ফিমেল-হিরো স্টোরি’। অ্যাকশন ও হরর ছবিতে সোনম এখনও অবধি কাজ করেননি। অভিনেত্রী নিজেও এই জ়ঁর এক্সপ্লোর করতে চান। সুজয়ের চোখেও সোনম এই চরিত্রের জন্য উপযুক্ত।
প্রসঙ্গত, সুজয় পরিচালিত স্প্যানিশ থ্রিলার ‘দি ইনভিজ়িবল গেস্ট’-এর হিন্দি রিমেক ‘বদলা’ বক্স অফিসে ভাল ব্যবসা করেছিল। ছবিতে অমিতাভ বচ্চনের অভিনয় প্রশংসিত হয়েছে। তাই কোরীয় থ্রিলারে সুজয়ের আগ্রহ থাকাই স্বাভাবিক। দুলকির সলমনের সঙ্গে সোনমের ছবি ‘দ্য জ়োয়া ফ্যাক্টর’ একেবারেই চলেনি। অন্য ধরনের চরিত্রে তিনি কতটা ফুটে ওঠেন, সেটাই এখন দেখার।