Advertisement
১৯ মে ২০২৪

হলিউড ছবির সঙ্গে নিজের পরবর্তী ছবিকে তুলনা করলেন অজয়

‘সন অফ সর্দার’ এবং ‘সনস অফ সর্দার’— শুনতে খানিকটা এক লাগলেও, সম্পূর্ণ ভিন্ন জঁরের এই দুটি ছবি। অভিনেতা অজয় দেবগণের দাবি, ‘সনস অফ সর্দার’ পুরোপুরি অ্যাকশন-বেসড ছবি। হলিউড ফিল্ম ‘300’-এর মতোই যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি হবে এ ছবি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২১ অগস্ট ২০১৫ ০০:০২
Share: Save:

‘সন অফ সর্দার’ এবং ‘সনস অফ সর্দার’— শুনতে খানিকটা এক লাগলেও, সম্পূর্ণ ভিন্ন জঁরের এই দুটি ছবি। অভিনেতা অজয় দেবগণের দাবি, ‘সনস অফ সর্দার’ পুরোপুরি অ্যাকশন-বেসড ছবি। হলিউড ফিল্ম ‘300’-এর মতোই যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি হবে এ ছবি। অজয়ের দাবি, যার গুণগত মান কোনও অংশে হলিউড ছবির চেয়ে কম হবে না। ১৮৯৭-এর সারাগড়ির শিখ-আফগান যুদ্ধই এ ছবির বিষয়বস্তু হতে চলেছে।

তবে এই ছবির কাজ শুরু হতে দেরি আছে। এই মুহূর্তে অজয় ব্যস্ত তাঁর পরিচালনা নিয়ে। অভিনয়ের পাশাপাশি এই প্রথম পরিচালকের আসনে বসতে চলেছেন তিনি। তাঁর পরিচালিত ছবির নাম ‘শিবায়’। এ ছবির কাজ শেষ করেই অজয় হাত দেবেন ‘সনস অফ সর্দার’-এ। বলাই বাহুল্য, ছবিটিতে ঐতিহাসিক চরিত্রে অভিনয় করবেন নায়ক।

এর আগেও অবশ্য অজয় ঐতিহাসিক চরিত্রে অভিনয় করেছেন। ভগত সিংহর জীবনী অবলম্বনে তৈরি ‘লেজেন্ড অফ ভগত সিংহ’ তাঁর ঝুলিতে এনে দিয়েছে জাতীয় পুরস্কার। তাই আবারও একটি ঐতিহাসিক চরিত্রের জন্য মুখিয়ে আছেন অজয়। টুইট করে এই ছবির জন্য তাঁর গুণমুগ্ধদের কাছ থেকে শুভেচ্ছা চেয়েছেন এই অভিনেতা। সব ঠিক থাকলে ২০১৭-য় মুক্তি পাবে ‘সনস অফ সর্দার’।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE