Advertisement
E-Paper

শাহিদের পর রফির অপমানে মুখ খুললেন সোনু নিগমও

বিতর্ক যেন কিছুতেই পিছু ছা়ড়তে চাইছে না কর্ণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিটির। ছবিতে পাকিস্তানি অভিনেতাকে নেওয়া নিয়ে বিতর্ক শেষ হওয়ার আগেই ছবির একটি সংলাপ নিয়ে ফের বড়সড় বিতর্কে জড়ালেন কর্ণ।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০১৬ ১০:৫০

বিতর্ক যেন কিছুতেই পিছু ছা়ড়তে চাইছে না কর্ণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিটির। ছবিতে পাকিস্তানি অভিনেতাকে নেওয়া নিয়ে বিতর্ক শেষ হওয়ার আগেই ছবির একটি সংলাপ নিয়ে ফের বড়সড় বিতর্কে জড়ালেন কর্ণ।

ছবির একটি দৃশ্যে ছবিতে একজন গায়কের চরিত্রে (আয়ান) অভিনয় করা রণবীর কপূরকে বলতে শোনা যায়, ‘লোগ ক্যাহতে হ্যায়, মেরে আওয়াজ মহম্মদ রফি জয়সা হ্যায়।’ এর প্রেক্ষিতে ছবিতে আলিজান চরিত্রে অভিনয় করা অনুষ্কা শর্মাকে বলতে শোনা যায়, ‘উয়ো মহম্মদ রফি, যো গাতে কম অউর যাদা রোতে থে!’

অনুষ্কার এই সংলাপ নিয়েই শুরু হয়েছে জোর বিতর্ক।

এই সংলাপের জন্যই কর্ণের কড়া সমালোচনা করেছেন রফি-পুত্র শাহিদ রফি। জনসমক্ষে কর্ণকে ক্ষমা চাওয়ার দাবিও জানিয়েছেন তিনি। এমনকী ছবি থেকে এই দৃশ্যটি বাদ দেওয়ার দাবিও তুলেছেন তিনি। শুধু শাহিদই নন, ছবিতে এই সংলাপের ব্যবহার নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন গায়ক সোনু নিগমও। রফি-কন্ঠী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন ‘কিশোর’ সোনু। পরবর্তী কালে বলিউড গায়ক হিসেবে সুপ্রতিষ্ঠিত হওয়ার পরও মহম্মদ রফির একজন বড় ফ্যান হিসেবে সুপরিচিত সোনু। ছবির এই সংলাপ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, “কারও বাবার সম্পর্কে নিম্ন মানের রসিকতা করলে তাঁর যে রকম খারাপ লাগে, আমিও ঠিক সে রকমই আহত হয়েছি।” মহম্মদ রফির মতো কিংবদন্তি গায়ক সম্পর্কে এমন মন্তব্য করায় স্পষ্টতই ক্ষুব্ধ সোনু। রফি-পুত্র শাহিদ এবং সোনু নিগমের মতো দেশের অসংখ্য ‘রফি ভক্ত’ গায়কের প্রতি এ হেন মন্তব্যে বেজায় চটেছেন। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে রফিকে অপমান করা হয়েছে, এই অভিযোগে জনতার কাছে ছবিটিকে ‘বয়কট’ করার আবেদন জানিয়েছেন গোয়ার ডিজিপি মুক্তেশ চান্দেরও। নিজের টুইট বার্তায় এই আইপিএস জানিয়েছেন, “মহম্মদ রফি ভারতের এক জন মহান গায়ক। আপনি যদি এক জন রফি-ভক্ত হন, তা হলে এই ছবিটি বয়কট করুন।” তবে ছবির এই সংলাপটি নিয়ে দেশে বিতর্কের ঝড় উঠলেও এখনও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেননি ছবির পরিচালক কর্ণ জোহর।

আরও পড়ুন...
এ বার বয়কটের ডাক রফি-ভক্ত পুলিশ কর্তার

Sonu Nigam Karan Johar Mohammed Rafi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy