Advertisement
২৪ মার্চ ২০২৩
Farm Laws

Farm Law: ‘অবশেষে কৃষকদের জয়’, আইন বাতিলের ঘোষণায় খুশি সোনু সুদ-সহ বলিউডের একাংশ

সোনুর দাবি, ‘এর থেকে ভাল আর কিছু হতে পারে না।’ তাঁর পথে হেঁটেছেন আরও কয়েক জন তারকা।

অভিনেতা সনু সুদ।

অভিনেতা সনু সুদ।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২১ ১৭:১৩
Share: Save:

রাজনীতির উত্তাপ ছুঁয়ে দিল বলিউডের আঙিনাও। গত এক বছর লাগাতার আন্দোলনের পরে শুক্রবার অবশেষে প্রত্যাহার কৃষি আইন। সে খবর কানে যেতেই খুশি সোনু সুদ। তাঁর দাবি, ‘এর থেকে ভাল আর কিছু হতে পারে না।’ সোনুর পথে হেঁটেছেন আরও কয়েক জন তারকা। বিতর্কিত কৃষি আইন অবশেষে প্রত্যাহারের জন্য স্বস্তি প্রকাশ করেছেন তাঁরাও।

Advertisement

গত বছর থেকেই কৃষি আইন বিতর্কে সামিল হয়েছিল গোটা দেশ। নয়া আইন বাতিলের দাবি ঘিরে টানা আন্দোলন চলাকালীন আমজনতার পাশাপাশি দু’ভাগ হয়ে গিয়েছিল বলিউডও। এক দল সোচ্চার হয়েছিলেন কৃষকদের আর্জি মেটানোর দাবিতে। আর এক দল সমর্থন করেছিলেন কেন্দ্রের নীতিকে।

শুক্রবার, গুরু নানকের জন্মদিনে কৃষি আইন বাতিল ঘোষণার পরে প্রধানমন্ত্রী তাঁর বক্তৃতায় বলেন, “আজ দেশবাসীর কাছে ক্ষমা চাইছি। আন্তরিক ভাবে জানাচ্ছি, হয়তো আমাদের প্রচেষ্টায় খামতি ছিল। কৃষক ভাইদের কাছে আমাদের প্রচেষ্টাকে ঠিক মতো তুলে ধরতে পারিনি।" এর পরেই টুইটে মোদীর পদক্ষেপকে স্বাগত জানান সোনু, রিচা চাড্ডা, তাপসী পান্নু এবং আরও অনেকে। টুইটারে সোনু লিখেছেন, “প্রধানমন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ কৃষক ভাইদেরও। যাঁরা শান্তিপূর্ণ বিক্ষোভের মাধ্যমে ন্যায্য দাবি আদায় করে নিলেন। গুরু নানকের জন্মদিনে আপনাদের সংসারে শান্তি ফিরতে চলেছে।”


টুইটে লেখা কবিতায় কৃষকদের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা প্রকাশ রাজ। সায়নী গুপ্তার বার্তা, “কৃষকদের অভিনন্দন। আপনারা দেখিয়ে দিলেন এ ভাবেও প্রতিবাদ সম্ভব। যাঁরা প্রাণ দিয়েছেন, তাঁদের আত্মার শান্তি কামনা করি। তাঁদের আত্মত্যাগ বৃথা যায়নি। ঈশ্বর আমাদের অন্নদাতাদের পাশে থাকুন। জয় জওয়ান জয় কিষান!” নিজেদের অবস্থান জানিয়ে টুইট রিচা চাড্ডা এবং তাপসী পান্নুরও। রিচা লিখেছেন, “কৃষক ভাইয়েরা জিতেছেন! আপনাদের জয় সকলের জয়।” তাপসী তাঁর সমস্ত অনুরাগীদের গুরু নানক জয়ন্তীর শুভেচ্ছা জানানোর পাশাপাশি দিয়েছেন এই সুখবরও।
তবে কৃষি আইন প্রত্যাহারে একেবারেই খুশি নন কঙ্গনা। বিস্ফোরক মন্তব্যে ফের দেশ জুড়ে শোরগোল ফেলে দিয়েছেন তিনি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.