হলিউডের একাধিক ভিয়েরর ছবি দেখে অসুস্থ হয়ে পড়েছেন, এমন দর্শকের সংখ্যা অগুন্তি। খুব শিগগিরি তেমনই এক হাড়হিম বাংলা ছবি পেতে চলেছেন এই প্রজন্ম। সৌজন্যে পরিচালক প্রীতম মুখোপাধ্যায় এবং তাঁর আগামী ছবি ‘রিষ’। অতিমারির ডামাডোলের মধ্যেই জোর কদমে ছবির শ্যুট চলছে। চিত্রনাট্য মিলিয়ে দিচ্ছে দুই প্রজন্মকে। সৌরভ দাস, দর্শনা বণিক, চান্দ্রেয়ী ঘোষের পাশাপাশি আছেন রুমকি চট্টোপাধ্যায়। ছবিতে প্রথম জুটি বাঁধছেন সৌরভ-দর্শনা। রুমকি মধ্যবিত্ত বাড়ির ঠাকুমার প্রতিনিধি। চান্দ্রেয়ী এক সন্ন্যাসিনীর ভূমিকায়। আর আছে ৬ বছরের কিয়ানা মুখোপাধ্যায়। প্রযোজনায় রূপক চট্টোপাধ্যায়। গল্প, চিত্রনাট্য, সংলাপ দেবারতি ভৌমিক।
ভূত, সম্পর্ক, রহস্য আর জীবনীচিত্র--- এর বাইরে কি বেরোতে ভয় পাচ্ছেন পরিচালকেরা?
প্রীতমের দাবি, ভয় পেতে সব বয়স ভালবাসে। অনেকেই তাই ঝোঁকেন হলিউডি ছবির দিকে। কারণ, সেখানে ভূত ভয় দেখায় নিঃশব্দে! কিন্তু প্রতি মুহূর্তে সেই ভয়ের রেশ থেকে যায়! ‘‘আমার ছবির ভূতও তাই-ই। কখনও চিৎকার করবে না। বিকট অঙ্গভঙ্গি করবে না। মোটা দাগের অভিনয় করবে না। চড়া রূপটানও নেবে না! তার পরেও তার উপস্থিতিতে কুঁকড়ে যাবেন বহু অসমসাহসী’’, এই ভাবনা নিয়েই নাকি তাঁর এই ছবি বানানো।