ছোটপর্দায় ফিরলেন অভিনেতা কাঞ্চন মল্লিক। বহু দিন তাঁকে ধারাবাহিকে দেখেননি দর্শক। মাঝে একের পর এক ছবিতে দেখা গিয়েছে তাঁকে। কিছু দিন আগে ‘গৃহপ্রবেশ’ ধারাবাহিকে একটি বিশেষ পর্বের শুটিং করতে গিয়েছিলেন তিনি। তার পর আবার ফিরে গিয়েছেন সিনেমার শুটিংয়ে। অন্দরের খবর আবার ধারাবাহিকে কাঞ্চন।
কোন গল্পে দেখা যাবে তাঁকে? ঘনিষ্ঠ সূত্র বলছে, ‘গৃহপ্রবেশ’ ধারাবাহিকে নতুন গল্প শুরু হয়েছে। সেখানেই একটি চরিত্রে দেখা যাবে কাঞ্চনকে। শনিবার থেকে ধারাবাহিকের শুটিং শুরু করেছেন কাঞ্চন। যদিও প্রযোজনা সংস্থা এবং চ্যানেল কর্তৃপক্ষের তরফে এখনও কিছু জানানো হয়নি।
প্রসঙ্গত, ‘গৃহপ্রবেশ’ ধারাবাহিকের প্রযোজক হলেন রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁরা দু’জনেই কাঞ্চনের কাছের বন্ধু। বহু বছর ধরে তাঁদের বন্ধুত্ব। সুতরাং রাজের প্রযোজিত ধারাবাহিকে কাঞ্চনের অভিনয় করাটাই স্বাভাবিক বলে ধরে নিয়েছেন অনেকে। কিছু দিন আগে ‘প্রজাপতি ২’-এর শুটিং শেষ করেছেন কাঞ্চন।
কাজের ব্যস্ততার মাঝেও মেয়ে কৃষভিকে পর্যাপ্ত সময় দেওয়ার চেষ্টা করেন অভিনেতা। অনেক ছবিও দেখতে পাওয়া যায় সমাজমাধ্যমে। মেয়েকে দেখতে অবিকল বাবার মতো। তা নিয়েও বিপুল আলোচনা হয়েছে অনুরাগীমহলে। আপাতত নতুন চরিত্রে অভিনেতাকে দেখার অপেক্ষায় দর্শক।