ছোটপর্দায় দর্শক প্রথম বার দেখবে দেবশঙ্কর হালদার এবং সোহিনী সেনগুপ্তকে। নতুন ধারাবাহিকের নাম ‘কমলা নিবাস’। এই কাহিনিতেই নাকি নতুন ভাবে দেখা যাবে অভিনেত্রী দেবাদৃতা বসুকে। দেবশঙ্কর এবং সোহিনীর মেয়ের চরিত্রে নাকি দেখা যাবে তাঁকে। কী উত্তর দিলেন অভিনেত্রী?
দেবাদৃতাকে দর্শক শেষ দেখেছে ‘মিঠিঝোরা’ ধারাবাহিকে। তার পরে মাঝে বেশ কয়েক দিন কেটে গিয়েছে। ইতিমধ্যেই তাঁর ‘মিঠিঝোরা’র সহ-অভিনেতারা অন্যান্য কাজ শুরু করেছেন। অভিনেত্রী আরাত্রিকা মাইতিকে দেখা যাচ্ছে ‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকে। তা হলে এ বার দেবাদৃতাও কি নতুন ধারাবাহিকে কাজ শুরু করছেন?
যে কোনও ধারাবাহিক শেষ হলে তার পরে নায়ক-নায়িকাদের কাছে নানা ধরনের কাজের সুযোগ আসে। বিভিন্ন চ্যানেল, প্রযোজনা সংস্থার তরফে যোগাযোগ করা হয় অভিনেতাদের সঙ্গে। দেবাদৃতা জানিয়েছেন, ‘মিঠিঝোরা’ শেষ হওয়ার পরে বেশ কিছু নতুন কাজের সুযোগ এসেছে। তিনি বলেন, “কিন্তু এখনই আমি নিশ্চিত ভাবে কোনও কথাই বলতে পারব না এই বিষয়ে।” কথাবার্তা শুরু হলেও চূড়ান্ত না হওয়া পর্যন্ত কোনও কথা বলা খুব কঠিন। এ কথা আগেও অনেক অভিনেতাই বলেছেন। কারণ, ছোটপর্দায় শেষ মুহূর্তে অনেক কিছু বদলে যায়।। তাই এখনই দেবশঙ্কর এবং সোহিনীর মেয়ের চরিত্রে দেবাদৃতা অভিনয় করবেন কি না তা বলা যাচ্ছে না। আপাতত বিভিন্ন অনুষ্ঠান, অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত অভিনেত্রী।