‘বৌ কথা কও’ নয়, অভিনেতা ঋজু বিশ্বাসের বিরুদ্ধে বৌকে অত্যাচারের অভিযোগ উঠল এ বার। একের পর এক স্ক্রিনশট, মেয়েদের সঙ্গে ঋজুর কথোপকথন ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যেমে। প্রশ্নে জর্জরিত অভিনেতা। এই বিতর্কের মাঝে উঠে এল অভিনেতার প্রাক্তন স্ত্রীর প্রসঙ্গ।
দর্শকের একাংশের দাবি, ‘বৌ কথা কও’ ধারাবাহিকের সময়ই বিয়ে করেছিলেন ঋজু। কিন্তু সেই সম্পর্ক নাকি বেশি দিন টেকেনি। অভিনেতার চরিত্রের দিকে আঙুল তুলছেন অনেকে। শোনা যাচ্ছে, হাওড়ায় অভিনেতার শ্বশুরবাড়ির সামনেই নাকি ঋজুকে বেধড়ক মারধর করা হয়েছিল। যদিও এই সব অভিযোগই মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন অভিনেতা।
আরও পড়ুন:
ঋজু বলেন, “এখন তো অনেকেই নানা ধরনের তথ্য রটাচ্ছেন। হাওড়ার কোথায় আমার শ্বশুরবাড়ি আমি জানতে চাই। দয়া করে আমার বৌ, শ্বশুরবাড়ির লোকেদের এখন নিয়ে আসা হোক। প্রমাণ দিক।” সাত মাস হয়ে গেল কোনও ধারাবাহিকে দেখা যায়নি তাঁকে। মায়ের অসুস্থতার জন্য অনেক দিন স্টুডিয়োপাড়া থেকে দূরে তিনি। তার মধ্যেই যে এই কাণ্ড হয়ে যাবে ভাবেননি।
ঋজু বলেন, “কেউ কি দেখাতে পারবেন আমি অশালীন কোনও প্রস্তাব দিয়েছি? ফেসবুকে এক জন অন্য জনকে মেসেজ করতে পারে না?” তবে এত কাণ্ডের পর অভিনেতা মনে করেন, তিনি ভুল করেছেন। তবে তাঁর সহ-অভিনেতারা যে ‘মজা’ শুরু করেছেন সমাজমাধ্যমে, তা দেখে খুবই দুঃখপ্রকাশ করেছেন ঋজু।