রু হওয়ার প্রথম সপ্তাহেই টিআরপি তালিকায় নিজেদের জায়গা করে নিয়েছিল ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’ ধারাবাহিক। মাঝে নম্বর কমলেও ধারাবাহিকের গল্প নজর কেড়েছে দর্শকের। এর মধ্যেই সম্প্রচারের সময় পরিবর্তন হয়েছে। এখন গুঞ্জন, শীঘ্রই শেষ হয়ে যাবে এই ধারাবাহিক। সত্যিই কি তাই?
টিআরপির নম্বরের উপর নির্ভর করে অনেক কিছুই। কোনও ধারাবাহিক সম্প্রচারিত হয় তিন বছর ধরে। আবার কোনও ধারাবাহিক টিআরপি কম থাকায় বন্ধ হয়ে যায় মাত্র তিন মাসেই। এ ক্ষেত্রেও কি কোপ পড়তে চলেছে? এই ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী মানসী সেনগুপ্তকে। তাঁর কথায়, “সম্প্রচারের সময় পরিবর্তন হলেই এ রকম আলোচনা শোনা যায়। আগেও অনেক ধারাবাহিকের ক্ষেত্রে এমন হয়েছে। এ বারও হয়তো তাই হচ্ছে। কিন্তু আমরা এই বিষয়ে কিছু জানি না। সেটেও এমন কিছু আলোচনা হয়নি।”
তিন দিন আগে অভিনেত্রী ইন্দ্রাণী দত্ত ধারাবাহিকের সময় পরিবর্তন হওয়ার খবর নিয়ে কিছুটা আক্ষেপ প্রকাশ করেছিলেন। চ্যানেল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে খুশি হতে পারেননি অভিনেত্রী। মেয়ে রাজনন্দিনী পাল অভিনীত প্রথম ধারাবাহিক। ফলে নিয়মিত এই কাহিনি দেখতেন অভিনেত্রী। ইন্দ্রাণী বলেন, “আমাকেই অভ্যাস বদলাতে হবে। মেয়ের প্রথম ধারাবাহিক। রোজ রাত সাড়ে আটটা বাজলেই দেখতে বসতাম। এ বার বিকেল পাঁচটায় ফাঁকা থাকতে হবে।” যদিও সময় পরিবর্তন তাঁদের উপর খুব বেশি প্রভাব ফেলেনি।
এ প্রসঙ্গে মানসী বলেছিলেন, “কেন সময় বদলে গেল বা এতে রেটিং চার্টে কোনও প্রভাব পড়বে কি না— এ সব ভেবে লাভ নেই। ‘স্লট লিডার’ হতে হবে, এই ভাবনা নিয়ে আমরা নতুন উদ্যমে লড়াই শুরু করেছি।” তা হলে আদৌ কি শেষ হবে এই ধারাবাহিক? সেই উত্তর এখন অধরা।