শেষ পর্যন্ত খোঁজ মিলল অপর্ণার! গত সাত দিন নায়িকা ছাড়াই চলেছে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের শুটিং। শোনা গিয়েছিল, বুধবার চারজনের লুক সেট হয়েছে। সেই তালিকায় নাকি ছিলেন অভিনেত্রী সম্পূর্ণা মণ্ডল এবং সোমু সরকার। সূত্র বলছে, আর কোনও চেনা মুখ নয়। ‘অপর্ণা’ হিসাবে ছোটপর্দায় দেখা যাবে মঞ্চাভিনেতা শিরিন পালকে।
যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে প্রযোজনা সংস্থা, চ্যানেল কর্তৃপক্ষর তরফে কিছু ঘোষণা করা হয়নি। তবে সূত্র বলছে, যে চারজনের লুক সেট হয়েছিল, তার মধ্যে শিরিন একজন। তাঁকেই নাকি চ্যানেল এবং প্রযোজনা সংস্থার তরফে চূড়ান্ত করা হয়েছে বলে খবর। শোনা যাচ্ছে, শিরিন ঝাড়গ্রামের মেয়ে। অনেক দিন ধরেই মঞ্চে অভিনয় করছেন। এও শোনা যাচ্ছে, অভিনেত্রী বিশেষ বন্ধুও অভিনয়ের সঙ্গে যুক্ত। এ প্রসঙ্গে শিরিনের সঙ্গে আনন্দবাজার ডট কমের তরফে যোগাযোগ করা হলে কোনও উত্তর মেলেনি। কবে থেকে শুরু হবে শুটিং, তা-ও জানা যায়নি।
অভিনেত্রী শিরিন পালকে দেখা যাবে ‘অপর্ণা’র চরিত্রে? ছবি: ফেসবুক
‘ঝাড়গ্রাম কথাকৃতি’ নামে নাকি একটি দলও আছে অভিনেত্রীর মা-বাবার। ঝাড়গ্রামেই নাকি শিরিনের বেড়ে ওঠা। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করেছেন অভিনেত্রী। এখন মাস্টার্সের ছাত্রী। উল্লেখ্য, এই ধারাবাহিক নিয়ে বিতর্কের পর থেকে কে হবেন নায়িকা, এই প্রশ্নই ঘোরাফেরা করছিল সকলের মনে। দিতিপ্রিয়ার বদলে সত্যিই কি তা হলে দেখা যাবে শিরিনকে? তা ক্রমশ প্রকাশ্য।