Advertisement
E-Paper

একাধিক বার পিছিয়েছে মুক্তি, কবে দেখা যাবে শ্রাবন্তী ও বনি অভিনীত ‘হাঙ্গামা ডট কম’?

শ্রাবন্তী চট্টোপাধ্যায়, ওম সাহানি, বনি সেনগুপ্ত এবং কৌশানী মুখোপাধ্যায় অভিনীত ছবি মুক্তি পাচ্ছে বছর দুয়েক পর।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৩৬

ছবি: সংগৃহীত।

ছবির মহরত হয়েছিল ২০২২ সালে। শুটিং শেষ হয় পরের বছর। তার পর কেটে গিয়েছে আরও একটা বছর। মুক্তির অপেক্ষায় ছিল পরিচালক কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়ের ছবি ‘হাঙ্গামা ডট কম’। ইতিমধ্যে মুক্তি পেয়েছে পরিচালকের ‘যমালয়ে জীবন্ত ভানু’। শোনা যাচ্ছে, ২০২৫ সালে মার্চে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘হাঙ্গামা ডট কম’। ‘রম-কম’ ঘরানার এই ছবিতে রয়েছে এক জোড়া জুটি। আদ্যন্ত হাসির এ ছবি মুক্তি পেতে এত দেরি হল কেন, জানালেন পরিচালক।

কমেডি গল্প লিখতেই অভ্যস্ত পরিচালক। তাঁর আগের দু’টি ছবি ‘ক,খ,গ,ঘ’ বা ‘যমালয়ে জীবন্ত ভানু’ সেই পরিচয়ই বহন করে। নতুন ছবিতে দেখা যাবে সম্রাট-অর্চনা, অভিমন্যু-পূজা— দুই জোড়া ভাইবোনকে। সম্রাট ভালবাসে অভিমন্যুর বোন পূজাকে। আবার অভিমন্যুর প্রেম সম্রাটের বোন অর্চনার সঙ্গে। কিন্তু বিষয় এত সহজ নয়। ভালবাসা, সম্পর্কে যদি বাধাই না আসে তা হলে কি আর প্রেম জমে? এই চার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়, ওম সাহানি, বনি সেনগুপ্ত এবং কৌশানী মুখোপাধ্যায়কে। তারকাবহুল ছবি, তবু প্রেক্ষাগৃহে মু্ক্তি সময় লেগে গেল প্রায় দু’বছর?

পরিচালক জানিয়েছেন অনেক দিন ধরেই মু্ক্তি পরিরকল্পনা ছিল। এমনকি ২০২৪ সালের পুজোর সময়েও স্থির করেছিলেন তিনি। আরজি কর-কাণ্ডের কারণে সে পরিকল্পনা বাতিল করতে হয়। তার পর শীতের সময়ও একবার এই ছবি মুক্তির কথা ভাবা হয়। কিন্তু সেই সময় ব্লকবাস্টার সব হিন্দি ছবি মুক্তি পাওয়ায় সেই পরিকল্পনা পিছিয়ে দিতে হয়েছে, দাবি কৃষ্ণেন্দুর। তবে খানিক দেরি হলেও ছবি নিয়ে আত্মবিশ্বাসী পরিচালক বলেন, ‘‘আমি ছবিটা নিয়ে আশাবাদী, কারণ এটা সবাই মিলে দেখার ছবি। সপরিবার দেখতে আসার ছবির মজাটা আলাদা। আসলে যখন দর্শকের কোন নির্দিষ্ট বয়সের সীমা থাকে না, তখন ছবি নিয়ে প্রত্যাশাও থাকে কিছুটা।’’

তবে এখন টলিপাড়ায় হল পাওয়া নিয়ে চলে নানা অঙ্ক। প্রভাব, ক্ষমতা জোর যার, প্রেক্ষাগৃহের দখল তারই— এমনটাই কানাঘুষো। এই সব বিতর্কে জড়াতে নারাজ কৃষ্ণেন্দু। তাঁর কথায়, ‘‘আসলে প্রেক্ষাগৃহের সংখ্যা কত, তার চেয়েও বেশি জরুরি দর্শক ছবিটা দেখতে আসছেন কি না! ছবি দর্শকের পছন্দ হলে, প্রেক্ষাগৃহের সংখ্যা এমনিই বেড়ে যাবে।’’

তবে এখন ছবি তৈরি করা যে বেশ কষ্টসাধ্য বিষয়, তা মানেন কৃষ্ণেন্দু। তাঁর কথায়, ‘‘আসলে ছবি তৈরির ক্ষেত্রে অনেকগুলি সমীকরণ কাজ করে। বাজেট খুব বাড়ানো যাচ্ছে না, অথচ দর্শক একটা নির্দিষ্ট মানের ছবি দেখতে চাইছেন, তাই গোটাটই একটু সমস্যার।’’

Srabanti Chatterjee Bonny Sengupta Koushani Mukherjee Om Sahani Tollywood Film
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy