সুতোর কাজের চওড়া পাড় বসানো শাড়ি। হট পিঙ্ক ব্লাউজ। কানে লম্বা ঝুমকো। গলায় হার। কপালে বড় লাল টিপ। খোঁপায় জুঁইয়ের মালা। সনাতনী সাজে তৈরি তিনি। তিনি অর্থাত্ অভিনেত্রী শ্রাবন্তী।
পুজোর সকালে এ ভাবেই তৈরি হয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করলেন শ্রাবন্তী। পুজো উদ্ধোধন বা বিচারকের দায়িত্ব তো আছেই। কিন্তু তার বাইরে শ্রাবন্তীর পুজো কাটবে পরিবারের সঙ্গে। ছেলে, দিদি, জামাইবাবু, মা, বাবা — সকলকে নিয়ে বেড়াতে যাওয়ারও পরিকল্পনা রয়েছে তাঁর।
পঞ্চমীর আগেই ঠাকুর দেখা শুরু করে দিয়েছেন শ্রাবন্তী। মঞ্চে তিনি। পিছনে জনস্রোত। ঠিক এমন একটি ছবি শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘আমি অসামাজিক নই। বেছে বেছে নির্দিষ্ট জায়গায় আমি সামাজিক।’ এই মুহূর্তে দর্শকদের পছন্দের তালিকায় রয়েছে।
আরও পড়ুন, দ্বিতীয়বার প্রসেনজিতের স্ত্রী হয়ে কেমন লাগল? অপরাজিতা বললেন...
I am not anti-social, I’m selectively social.
(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের সমস্ত গসিপ পড়তে চোখ রাখুন আমাদের বিনোদন বিভাগে।)