সেলিব্রেশন শুরু। ১২ অগস্ট ঘড়ির কাঁটা রাত ১২টা ছুঁতেই কেক কাটা, শুভেচ্ছা বিনিময় আর বউয়ের মিষ্টি চুমু। শ্রাবন্তী আর রোশন সিংহের জন্মদিন যে একই! ইনস্টাগ্রাম সাক্ষী, জোড়া জন্মদিনের প্রথম পর্ব ছিল এমনটাই।
অগস্ট এলেই প্রজাপতি মন অভিনেত্রীর। জন্মাষ্টমীর দিন শুটিংয়ের ফাঁকে আনন্দবাজার ডিজিটালকে জানিয়েছিলেন, ‘ঈশ্বর’ গোপালের জন্মদিন দিয়ে শুরু। পরের দিনটা ফাঁকা। ১২ অগস্টের রাত থেকে শুরু সেলিব্রেশন। চলবে ১৪ তারিখ পর্যন্ত।
পরপর তিন দিন কিসের সেলিব্রেশন? উত্তর এল, ‘‘১৩ তারিখ আমাদের জন্মদিন। ১৪ তারিখ ঝিনুকের। প্রতি বছর এই অগস্টের অপেক্ষায় থাকি।’’
বিয়ের আগে যখন শুনেছিলেন, আপনাদের জন্মদিন এক তারিখে, কী অনুভূতি হয়েছিল? ''খুব অবাক হয়েছিলাম। মজাও লেগেছিল। আর বুঝেছিলাম, এত মিল বলেই ঈশ্বর আমাদের মিলিয়ে দিয়েছেন'' আবেগ শ্রাবন্তীর গলায়।
বিয়ের প্রথম বছরের জন্মদিন। পার্টি তো বনতা হ্যায়! করোনা আবহে হবে সে সব? ‘‘না! উদযাপন, আনন্দ শুধুই দুই পরিবারের খুব কাছের মানুষদের নিয়ে। আমি, রোশন, রোশনের পরিবারের দু’চার জন থাকবেন। আর আমার মা, বাবা, দিদি, জামাইবাবু। ঝিনুক মধ্যমণি। ওর জন্মদিন ১৪ তারিখ। আমি বলি, দু’দিন জন্মদিন আমার। ১৩ তারিখ পৃথিবীতে এসেছি। ১৪ তারিখ ‘মা’ হিসেবে নবজন্ম।’’ তারকা নয়, এই জবাব গর্বিত মায়ের। তাহলে পৃথিবীতে আসার দিন উদযাপনের গল্পই আগে হোক? বলতেই নিমেষে ‘মেয়েবেলা’য় অ্যাবাউট টার্ন শ্রাবন্তীর, আগের দিন রাত বারোটা থেকে হুল্লোড় শুরু। কেক কেটে একে অন্যকে উইশ করা। জন্মদিনের সকালে মায়ের দেওয়া পোশাকে সাজবেন। প্রতি বছর তাই-ই হয়। রোশনও নতুন পোশাক পরবেন। সমস্ত মার্কেটিং এবার হয়েছে অনলাইনে।