Advertisement
E-Paper

‘রাতে ঘরে একা শুতে পারি না’

বেশিরভাগ সময় তিনি ধরা ছোঁয়ার বাইরে। হরনাথ চক্রবর্তীর 'ভূতনাথ' ছবির শুটিং করতে এখন তিনি টিটাগড়ের জুটমিলে। শ্রাবন্তী চট্টোপাধ্যায় তাঁর আগামী ছবি 'বাঘ বন্দি খেলা' নিয়ে কথা বললেন স্রবন্তী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।বেশিরভাগ সময় তিনি ধরা ছোঁয়ার বাইরে। হরনাথ চক্রবর্তীর 'ভূতনাথ' ছবির শুটিং করতে এখন তিনি টিটাগড়ের জুটমিলে

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০১৮ ১৩:৩৪
শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

শ্রাবন্তী কি মিডিয়ার সঙ্গে কথা বলতে চান না?
এ কী! একদম না! মিডিয়াই তো কথা বলে না।

কী করে বলবে? আপনাকে তো পাওয়াই যায় না। অর্ধেক সময় ফোন নট রিচেবল...
আসলে এটা আমার নয়।আরবানার সমস্যা।আমি পঁয়ত্রিশ তলায় থাকি। আর বাড়িতে একদম নেটওয়ার্ক পাওয়া যায় না। বাড়ির বাইরে এলে আমার ফোনে নেট আসে। তাই আমার যোগাযোগ মাঝে মাঝে বিচ্ছিন্ন হয়ে যায়।

আরবানা তো টলিউড ইন্ডাস্ট্রির নতুন কেন্দ্র!
হ্যাঁ। আমার ব্লকেই তো রাজ-শুভশ্রী থাকে। এত সুন্দর ভিউ যে কী বলব।

আপনি এখন টিটাগড়ে কী করছেন?
হরদা, হরনাথ চক্রবর্তীর ছবির শুট চলছে। আমার অনেক দিনের ইচ্ছে ছিল হরদার সঙ্গে কাজ করার। আসলে সব কিছুর তো একটা সময় থাকে। খুব এনজয় করছি। ভূতের গল্প। এখানেও সোহম আছে আমার সঙ্গে। অনসম্বল কাস্ট। তবে হরদা কিন্তু রেগে যাচ্ছে মাঝে মাঝে। সব কিছু সামলাতে হচ্ছে বলে হয়ত।

আরও পড়ুন, ‘কে বলেছে পার্নো আমার বিশেষ বান্ধবী?’


এখন তো 'বাঘ বন্দি খেলা'-র মরশুম...
এরকম ছবি কিন্তু টলিউডে আগে আসেনি। তিনটে আলাদা গল্প। আলাদা তিন পরিচালক। আলাদা তিন জুটি। ক্রাইমকে ঘিরে একেক গল্পে একেক ঘটনা বলা হচ্ছে। আমরা ছবিটা নিয়ে সবাই খুব এক্সাইটেড। আমি আর সোহম 'বন্দি'-র অংশে অভিনয় করেছি। ছবিতে একে অপরের প্রতি পারস্পরিক ঘৃণা থেকে একটা ক্রাইমকে ঘিরে কেমন করে আমাদের মধ্যে ভালবাসার জন্ম হয় সেটা প্রকাশ পাবে।


আমি আর সোহম 'বন্দি'-র অংশে অভিনয় করেছি, বললেন নায়িকা।


সোহমের সঙ্গে আপনার জুটি তো জমে ক্ষীর!
মানুষ আমাকে আর সোহমকে রোম্যান্টিক জুটি হিসেবে দারুণ ভাবে গ্রহণ করেছে। আর এখন এমন হয়েছে একসঙ্গে দৃশ্য থাকলে আমরা কেউ আলাদা করে আর ভাবি না। সোহম জানে, আমি কোন সংলাপ কতটা সময় নিয়ে কী ভাবে বলব। আর আমিও জানি সোহম কেমন করে রিঅ্যাক্ট করবে।

(আজকের তারিখে গুরুত্বপূর্ণ কী কী ঘটেছিল অতীতে, তারই কয়েক ঝলক দেখতে ক্লিক করুন — ফিরে দেখা এই দিন।)

এই ছবির অন্য জুটিদের কথা বলবেন না?
নিশ্চয়ই। জিৎদা আর সায়ন্তিকার জুটি তো 'আওয়ারা' থেকেই হিট। আর বুম্বাদাকে নিয়ে আলাদা করে কী বলব! আমরা সব সময় ওঁর অভিনয়ের দিকে তাকিয়ে থাকি। এই ছবিতে বুম্বাদা ক্রিমিনাল লইয়ার। ওর মেয়ে ঋতিকার সঙ্গে ওর টানাপড়েন এই ছবি তুলে ধরতে চেয়েছে। 'বাঘ বন্দি খেলা' আসলে এমন একটা ছবি যা সব মানুষ দেখতে চাইবে। আজকের সময়ের কথা নিয়ে এই ছবির গল্প বলা হয়েছে।

আরও পড়ুন, সিনেমা ছেড়ে কমলেশ্বর মুখোপাধ্যায় নাট্য পরিচালনায় কেন?


আপনাকে আমরা সবাই 'গয়নার বাক্স' র মতো ছবিতেও কিন্তু দেখতে চাই। সেটা কবে হবে?
খুব শিগগিরি হবে। আমি আনন্দবাজার ডিজিটালকে জানাব তখন।

আপনি নিজে ভূতের ভয় পান। তাহলে ভূতের ছবি করছেন কী করে?
ওরে বাবা! আমি ভীষণ ভূতের ভয় পাই। রাতে ঘরে একা শুতে পারি না। মা শোয় আমার সঙ্গে। কিন্তু হলে কী হবে? ভূতের ছবি দেখতে, সবাইকে ভূতের ভয় দেখাতে খুব ভালবাসি। এই তো টিটাগড়ের কোন কালে বন্ধ হয়ে যাওয়া জুটমিলে শুট করতে করতে মনে হচ্ছে আমার চারপাশেই কত ভূত ঘুরছে। আমি তো যেখানেই যাচ্ছি লোক নিয়ে যাচ্ছি। একা কোথাও যাচ্ছি না বাবা!


 

(সেলেব্রিটি ইন্টারভিউ, সেলেব্রিটিদের লাভস্টোরি, তারকাদের বিয়ে, তারকাদের জন্মদিন থেকে স্টার কিডসদের খবর - সমস্ত সেলেব্রিটি গসিপ পড়তে চোখ রাখুন আমাদের বিনোদন বিভাগে।)

Srabanti Chatterjee Tollywood Celebrities Bengali Movie
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy